রাজনীতি
কারামুক্ত ফখরুল-খসরু’র বাসায় বিএনপির নেতারা
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কুশল বিনিময় করেছেন দলটির দুই স্থায়ী কমিটির সদস্য। এই দুই নেতা হলেন গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান।
শুক্রবার বিকাল ৪টার দিকে মির্জা ফখরুল এবং আমির খসরু’র বাসায় পৃথক পৃথকভাবে তাদের সঙ্গে গয়েশ্বর ও মঈন খান দেখা করে কুশল বিনিময় করেছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এসময় তাদের সঙ্গে ছিলেন সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম।
সাড়ে তিন মাস পর বৃহস্পতিবার জামিনে কারাগার থেকে মুক্তি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় কেরানিগঞ্জ কারাগার থেকে তারা মুক্তি পান।