বিনোদন
মধুচন্দ্রিমা বাতিল
বিনোদন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবারভারতের গোয়ার সমুদ্র সৈকতে চলতি মাসের ২১ তারিখ সাত পাকে বাঁধা পড়ছেন রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। তবে শোনা যাচ্ছে, জমজমাট বিয়ে করলেও, আপাতত তাদের হানিমুনের প্ল্যান বাতিল! খবর অনুযায়ী, রাকুল ও জ্যাকি নাকি হানিমুনে যাচ্ছেন না! রাকুলের জন্যই হানিমুনের প্ল্যান বাতিল হয়েছে। তার কারণ, ‘রামায়ণ’। রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবিতে শূর্পনখার চরিত্রে দেখা যাবে রাকুলকে। সেই ছবির শুটিংয়ের জন্যই মধুচন্দ্রিমা বাতিল করেছেন রাকুল-জ্যাকি।