ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

জগন্নাথপুরে বন্যায় ভেসে গেছে ৩৫১০টি ফিশারির মাছ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ বন্যায় কোটি কোটি টাকার ফিশারির মাছ ভেসে গেছে। ফলে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন খামারিরা। এলাকাবাসী ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ১৭ই জুন জগন্নাথপুর উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। তলিয়ে যায় জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের গ্রামের পর গ্রাম। বাসাবাড়িতে পানি উঠে যাওয়ায় হাজার হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে ও উঁচু স্থানে আশ্রয় নেন। পানিতে ভেসে যায় ছোট বড় প্রায় চার হাজার পুকুরের মাছ। প্রথমদিকে পানি বাড়ছে দেখে ফিশারির চাষিরা জাল ও বাঁশ দিয়ে উঁচু করার চেষ্টা করলেও বন্যার ঢলে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ। স্থানীয় মৎস্য অধিদপ্তরের ভাষ্য মতে, একটি পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নে ৩ হাজার ৫১০টি মাছের খামার রয়েছে। তালিকাভুক্ত সবক’টি খামার থেকে মাছ পানিতে ভেসে গেছে। তাদের দাবি বন্যায় ৪ কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে।

বিজ্ঞাপন
তবে স্থানীয়দের অভিযোগ ৬ থেকে ৭ কোটি টাকার মাছ ভেসে গেছে। জগন্নাথপুর পৌরএলাকার হবিবনগরের মৎস্য চাষি মঈন উদ্দিন জানান, ছোট-বড় চারটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলাম গত বছর। এবারের বন্যায় ভেসে গেছে ফিশারির সব মাছ। এতে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। বিষয়টি স্থানীয় মৎস্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছইয়ের বাসিন্দা ফিরোজ আলী জানান, জগন্নাথপুর বাজারের বড় পুকুরসহ মোমিনপুর হাওরে ৪টি পুকুরে মাছ চাষ করেছি। বন্যার পানিতে পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে। বন্যায় আমার ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মৎস্য অফিসের তালিকাভুক্ত নয় বলে জানান। জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, বন্যায় জগন্নাথপুর উপজেলায় ৩ হাজার ৫১০টি খামারের মাছ পানিতে ভেসে গেছে। এতে চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status