বিনোদন
‘প্রতিজ্ঞা করেছিলাম নায়িকা হয়েই এফডিসিতে আসবো’
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন
মঙ্গলবার রাতে এফডিসিতে অনুষ্ঠিত হলো 'মৃত্যু ১৯' নামে এক সিনেমার মহরত। তানভীর হাসানের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করবেন নবাগত শিশির সরদার ও রাজ রিপা। রাজ রিপা জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে প্রথম অভিনয় করেন। মুক্তির অপেক্ষায় আছে তার দুই ছবি। এর একটি ‘মুক্তি’ আর অন্যটি ‘ময়না’। দুটি ছবিতেই তিনি অভিনয় করেছেন প্রধান চরিত্রে। এর বাইরে কয়েকটি টিভিসিতেও কাজ করেছেন। তবে গেল বছর সেলিব্রেটি প্রিমিয়ার লীগের জেরে রাজ রিপা ভাইরাল হন।
নতুন সিনেমা মহরতে রাজ রিপা বলেন, স্বপ্ন দেখতাম এফডিসিতে আসব। স্বপ্নটাকে ভিতরে লালন করি। ‘দহন’ সিনেমার মহরতে আমি এফডিসিতে এসেছিলাম। সেই সিনেমার একজন অভিনেত্রী হওয়ার পরেও আমাকে মঞ্চে ডাকা হয়নি। সেদিন থেকেই একটা প্রতিজ্ঞা করেছিলাম, নায়িকা হয়েই এফডিসিতে আসবো। সেদিনের সে স্বপ্ন বাস্তবে রূপ নিলো বলেও জানান রিপা। তিনি বলেন, আজ আমার সেই স্বপ্নটা পূরণ হলো। এখন আমি আত্মবিশ্বাসী। আমি একদিন সুপারস্টার নায়িকা হবো। শিশির সরদার বলেন, তার জীবনে এই সিনেমা টার্নিং পয়েন্ট হবে। এ ছবির মহরতে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ, আলিমুল্লাহ খোকন, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, শাহীন সুমন, অপূর্ব রানা, এফ আই মানিক, গাজী মাহমুদ, এমডি ইকবাল, ডিএ তায়েবসহ অনেকে।