প্রথম পাতা
মানবজমিন সাহস ও বিবেকের কাগজ
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন
১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
হাঁটি হাঁটি পা পা করে ২৬ বসন্তে মানবজমিন। সেই শুরু থেকেই আপসহীনভাবে বস্তুনিষ্ঠ খবর প্রচার করে আসছে মানবজমিন। তবে এ লড়াই অতটা সহজ ছিল না। মানবজমিন ‘কারও তাঁবেদারি করে না’ এই স্লোগান ধারণ করে সাংবাদিকতার চর্চা করছে। এই স্লোগানটা আমার সবচেয়ে ভালো লাগে। সেই শুরু থেকে মানবজমিন দেখে আসছি। মানবজমিন একইভাবে সংবাদ প্রচার করে আসছে। মানবজমিন কোনো পক্ষের নয়, না সরকারের না বিরোধী দলের। মানবজমিন বরাবরই দেশ এবং জনগণের পক্ষে।
মানবজমিনে দেশ ও জনগণ সংক্রান্ত বিস্তারিত সকল খবর প্রকাশে সর্বদা তৎপর রয়েছে। এটি সাহস এবং বিবেকের কাগজ। এই সাহস এবং বিবেকের জন্য আমরা কৃতজ্ঞ। দেশে যারা মানবজমিনের একনিষ্ঠ পাঠক আছে তারাও কৃতজ্ঞ থাকবে।
মানবজমিন যে অবয়বে, যে আকারে প্রকারে আছে আমি সেটাই দেখতে চাই। আমি এর কোনো পরিবর্তন দেখতে চাই না।
নতুন প্রজন্ম যদি সত্য খবর জানতে চায়, বস্তুনিষ্ঠ খবর পড়তে চায় তাহলে অবশ্যই তাদের মানবজমিন পড়া উচিত। মানবজমিন দেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা। এর আগে দেশের মানুষের ট্যাবলয়েড পত্রিকার সঙ্গে তেমন এটা পরিচয় ছিল না। পত্রিকাটি ছোট হওয়ায় এটি পড়তেও পাঠকরা স্বাচ্ছন্দবোধ করেন। সামনের দিনগুলোতে মানবজমিন আরও এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।
(অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাসবিদ, সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়)
পাঠকের মতামত
মানবজমিন পত্রিকার আমার অনেক পছন্দে
It’s a good one. Best wishes for mr motiur Rahman Choudhury
মানবজমিন সাহস ও বিবেকের কাগজ। কিন্তু আপনি তো শিক্ষক হলেও দলকানা, ব্যক্তিকানা, গোষ্ঠীকানা, নিচুঁমানের উচ্ছিষ্টভোগী দালাল। নানা সুযোগ-সুবিধা, ক্ষমতার ভোগ-বিলাস আপনাকে অন্ধ করে দিয়েছে। আপনাদের মতো নীতিহীন লোভী শিক্ষকদের াকরণেই জাতি আজ গণতন্ত্রহারা, মানবাধিকার হারা, রাষ্ট্রীয় চরিত্র হারা। আপনাদেরমতো শিক্ষকদের দেশের মানুষ কতটা ঘৃণা করে। বোরকা পড়ে জনসমাগমে ঘুরে যাচাই করুন।
মানবজমিনের উন্নতি কামনা করি, মানবজমিন ছাড়া অন্য পত্রিকা পড়িনা।
সত্য ও ন্যায়ের পথে থাকলে অবশ্যেই ভাল করবে । আমি প্রায় নিয়মিত পড়ি ।
I read this newspaper every day. It publishes news which other news papers do not dare to publish.
মানবজমিন একমাত্র পত্রিকা যা সত্য প্রকাশ করে।
সত্যি ই মানবজমিন এর কল্যানে দেশের মানুষ অন্তত কিছুটা হলেও সত্য খবর জানতে পারে।
i love manobjomin.you are very fine everything
আমি মানবজমিনের নিয়মিত পাঠক। পত্রিকাটি পড়তে আমার খুবই ভালো লাগে এবং তথ্যবহুল গুরুত্বপূর্ণ সংবাদ পাই। আশা রাখি আগামীতেও মানবজমিন নিরপেক্ষভাবে সাহসের সহিত সংবাদ প্রচার করবে।
সত্যি ই মানবজমিন এর কল্যানে দেশের মানুষ অন্তত কিছুটা হলেও সত্য খবর জানতে পারে। মানবজমিন এর সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।
THAT'S WHY I LOVE IT,, MANABZAMIN IS THE ONLY PAPER THOSE I READ EVERYDAY
শুভকামনা রইল আগামী দিনগুলোর জন্য। প্রকৃত খবর প্রকাশের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের একমাত্র পত্রিকা মানবজমিন। দোয়া করি যেন সবসময় এমনই ন্যায়ের পক্ষে কাজ করে যেতে পারে। আমি একজন সাধারণ অনলাইন পাঠক। আমি চেষ্টা করি যেনো মানুষ মানবজমিনকে চিনতে পারে।