বিনোদন
ভালোবাসার রঙ ছড়াবেন দীঘি
স্টাফ রিপোর্টার
১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার
বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার রঙ ছড়াবেন হাল সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে সেটা কীভাবে! সেই প্রশ্ন আসতে পারে। এবারই প্রথম ভালোবাসা দিবসের একটি শর্ট ফিল্মে কাজ করেছেন তিনি। আর তার মাধ্যমেই দর্শকদের জন্য ভালোবাসার রঙ ছড়াবেন এ গ্ল্যামারাস কন্যা। তার অভিনীত এ শর্ট ফিল্মের নাম ‘গাঁইয়া’। এটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এখানে ভিন্নভাবে ভালোবাসার গল্প বলা হয়েছে। বঙ্গ কয়েকটি ভালোবাসার গল্পের কাজ করেছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। তার মধ্যে ‘গাঁইয়া’ একটি। এখানে দীঘির বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ কাজটিতে চুক্তিবদ্ধ হওয়ার পরই নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন দীঘি। এবার কাজটির শুটিং শেষ করে এটি মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি। দীঘি বলেন, প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে এ কাজটি একটু আলাদা। কারণ এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম স্যার। আমি তার নির্মাণের ভক্ত। এবার তার নির্মাণে নিজে কাজ করলাম। তাও ভালোবাসার খুব সুন্দর একটি গল্প। এটি ভালোবাসা দিবসেই উন্মুক্ত হতে যাচ্ছে বঙ্গ বিডিতে। সবমিলিয়ে কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। আশা করছি এ কাজটির মাধ্যমে কিছুটা হলেও দর্শকদের মাঝে ভালোবাসার রঙ ছড়িয়ে পড়বে।