খেলা
বিপিএল
চট্টগ্রামকে ৭৩ রানে হারালো কুমিল্লা
স্পোর্টস ডেস্ক
(৯ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৩ অপরাহ্ন
রেকর্ড সংগ্রহে আগেই অর্ধেক কাজ সেরে রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর বোলিংয়েও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে আধিপত্য দেখায় লিটন দাসের দল। কুমিল্লার ২৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে গুটিয়ে গেলো চট্টগ্রামের ইনিংস। ৭৩ রানের বড় জয় পেলো কুমিল্লা।
কুমিল্লার ২৩৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে চট্টগ্রাম। ওপেনিং জুটিতে ৮০ রান তোলে দলটি। এরপর তানজিদ হাসান দলীয় সর্বোচ্চ ৪১ রানে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। তামিম বাদে জশ ব্রাউন (৩৬) এবং সৈকত আলী (৩৬) ত্রিশের কোঠা পেরোতে সমর্থ্য হন। এছাড়া অধিনায়ক শুভাগত হোম ১৯, শাহাদাত হোসেন ১২ এবং টম ব্রুস ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
ব্যাট হাতে ফিফটি হাঁকানো কুমিল্লার অলরাউন্ডার মঈন আলী বোলিংয়ে নেন ৪ উইকেট। চার উইকেট পান রিশাদ হোসেনও। দুটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান।
জ্যাকসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ কুমিল্লার
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৪০ রানের টার্গেট দিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ চট্টগ্রামে আগে ব্যাটিংয়ে নেমে উইল জ্যাকসের সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে কুমিল্লা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৮৬ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭.৫ ওভারে ৩১ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬০ রানে লিটন দাস ফিরলে ভাঙে এই জুটি। লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাক মারেন তাওহীদ হৃদয়। ব্রুক গেস্ট ফেরেন ১০ রানে। পঞ্চম উইকেটে মঈন আলীকে সঙ্গে নিয়ে ১২৮ রানের জুটি গড়েন জ্যাকস। মঈন ফিফটি (৫৩*) হাঁকান। আর জ্যাকস ৫৩ বলে ৫ চার ও ১০ ছক্কায় খেলেন অপরাজিত ১০৮ রানের ইনিংস।
চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নেন শহীদুল ইসলাম। একটি উইকেট পান সৈকত আলী।