ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

গ্রামীণ টেলিকম ভবন দখল চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারmzamin

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল বিকালে অন্তত ২০ জনের একটি দল এই দখল চেষ্টা চালায় বলে গ্রামীণ কল্যাণের কর্মীরা জানিয়েছেন। তবে কারা এই দখল চেষ্টা চালিয়েছে তা স্পষ্ট নয়। গ্রামীণ কল্যাণ হলো শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। ওই ভবনে গ্রামীণ কল্যাণের কার্যালয় অবস্থিত। এ ছাড়া ড. ইউনূস প্রতিষ্ঠিত আরও কয়েকটি সেবা প্রতিষ্ঠান রয়েছে এখানে। 

গ্রামীণ কল্যাণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রামীণ ব্যাংক ভবন থেকেও কিছু লোক দখল চেষ্টাকারীদের সঙ্গে সেখানে যান। গ্রামীণ কল্যাণের একজন কর্মকর্তা জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বাইরে থেকে কিছু লোক দখল চেষ্টা চালিয়েছে। তারা দাবি করছে, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ শক্তি, গ্রামীণ টেলিকম, এগুলো সব গ্রামীণ ব্যাংকের মালিকানাধীন। এজন্য তারা দখল করতে এসেছে। সন্ধ্যায় গ্রামীণ টেলিকম ভবনে গিয়ে দেখা যায় সেখানে নিরাপত্তা কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাইরের কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। নিরাপত্তা সংশ্লিষ্টরা জানান বিকালে ২০/২২ জনের একটি দল সেখানে কিছু কাগজপত্র নিয়ে যান। তাদের কেউ কেউ ভবনটি গ্রামীণ ব্যাংকের উল্লেখ করে তা নিজেদের দখলে নেয়ার কথা বলেন। 

গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে দখল চেষ্টার কথা বলা হলেও পুলিশ বা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হয় এমন কোনো তথ্য তারা পাননি। 

রাতে যোগাযোগ করা হলে মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) কামরুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার কোনো তথ্য তারা পাননি। 

গ্রামীণ ব্যাংকের জনসংযোগ বিভাগে এ বিষয়ে যোগাযোগ করা হলে বলা হয়, ভবন বা প্রতিষ্ঠান দখলের বিষয়ে কোনো কিছু তারা জানেন না।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status