বিনোদন
প্রেমিকা যখন রোবট
বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবারআপনার প্রেমিকা যদি হয় রোবট? তাহলে আবেগ, ভালোবাসায় কী খেদ পড়বে? কমেডির মোড়কে এমনই এক গুরুত্বপূর্ণ কথা বলে শহিদ কাপুর ও কৃতী শ্যাননের নতুন ছবি ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া।’ মানুষের সঙ্গে প্রযুক্তির সম্পর্ক এবং রোবটকে প্রতীকী রেখে পারফেক্ট সঙ্গী খোঁজার গল্পই বলে এই ছবি। আর এই গল্প বলতে গিয়ে অনেকটাই সফল পরিচালক জুটি অমিত যোশী ও আরাধনা শাহ।