রাজনীতি
কুড়িগ্রামে আখেরি মোনাজাতে অংশ নিয়ে চরমোনাই পীর
নির্বাচন আসলে টাকার কাছে মাথা বিক্রি করে
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার, ৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই কল্যাণ। এ শান্তি ও কল্যাণের কাজ থেকে দূরে থাকার কারণে আমাদের অশান্তি গ্রাস করেছে। নির্বাচন আসলে বুঝা যায় মুসলমানদের অবস্থা। সামান্য টাকার কাছে মাথা বিক্রি করে দেয়। ভোট মানে সাক্ষী দেওয়া, সমর্থন করা। তাই বুঝে শুনে সেই সমর্থন দেয়া উচিত।
রোবাবর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে তিন দিনের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়ে তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এই ইজতেমায় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকাল ৯টায় মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর। মোনাজাতে পুরো কুড়িগ্রাম এবং এর আশোপাশের জেলাগুলো থেকে লাখ লাখ মানুষ অংশ নেন।
রেজাউল করীম বলেন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। নামাজ, রোজা যেমন ইবাদত তেমনি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাও ইবাদত। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করা মুসলমান মাত্র কর্তব্য। যতদিন পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত ছিলো ততদিন পৃথিবী জুড়ে শান্তির সুবাতাস ছিলো। মুসলমানরা যখন ইসলাম ছেড়ে দিগ্বিদিক ছুটাছুটি করছে, তখনই মুসলমানদের উপর অশান্তির আগুন জ্বলছে।
এসময় তওবা ও অনুতাপের অশ্রু ঝরিয়ে মুসল্লিরা আমীন আমীন ধ্বনিতে মুখরিত করে তোলেন। কান্না ও অনুতাপের অশ্রুতে পুরো ধরলাব্রীজ এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
গত ৮ ফেব্রুয়ারি বাদ জোহর চরমোনাই পীরের উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে ইজতেমা শুরু হয়।
হুজুর, ইন্ডিয়ান আগ্রাসন প্রতিহত করার জন্য India Boycott/ইন্ডিয়ান পণ্য বর্জনের ডাক দিন।