বিনোদন
ঢাকায় কৌশানী
স্টাফ রিপোর্টার
(১০ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ২:৪৭ অপরাহ্ন
ঢাকায় এসেছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। আজ দুপুরেই তিনি কলকাতা থেকে একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন। মূলত একটি সিনেমায় অভিনয়ের জন্যেই তার এবারের সফর। ছবির নাম ‘ডার্ক ওয়ার্ল্ড’। এটি পরিচালনা করছেন মুস্তাফিজুর রহমান মানিক। ছবির এ চরিত্রটিতে প্রথমে মাহিয়া মাহিকে নেয়া হয়েছিল। একদিন শুটিংও করেছিলেন তিনি। কিন্তু পরে ছবিটি ছেড়ে দেন মাহি। এবার সেই চরিত্রটি করছেন কৌশানী। জানা গেছে, ছবিটির গল্প পছন্দ হয়েছে তার। বেশ কয়েকদিন টানা শুটিং করবেন এ অভিনেত্রী। ছবিটি প্রযোজনা করছেন মুন্না খান। এতে অন্যতম চরিত্রে অভিনয়ও করছেন তিনি।