রাজনীতি
যে যতই গালি দিক জিএম কাদের এখন বিরোধী দলের নেতা: চুন্নু
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এখন বিরোধী দলীয় নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
শনিবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পার্পাস সার্ভ করে নাই। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।
বিরোধী দলের চিফ হুইপ মনোনীত হওয়া মুজিবুল হক চুন্নু বলেন, এই পার্লামেন্টে বিরোধী দল কি তা দেখিয়ে দেয়া হবে। সরকারের ভুল ত্রুটি ধরে দেয়ার জন্য যা যা করার তাই করা হবে। সংসদে সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে। যারা নির্বাচন বর্জন করেছে, তারাই জাপার কিছু লোককে উস্কানি দিচ্ছে। সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।
বাংলাদেশের মধ্যে শীর্স গাদ্ধার এরা দুজন
ভোগবাদী আর লুটেরাগোষ্ঠী শেষ বিন্দু পর্যন্ত শুষে-লুটে খেতে চায়। কারও সমালোচনায় তারা কর্ণপাত করে না।
জাপা মনোনীত এবং আওয়ামীলীগ সমর্থীত ভদ্র লোক। যে যা বলুক ভাই আমি আমার সোনার হরিণ চাই!!!!!
মানুষের লজ্জা নামক জিনিসটা হাড়িয়ে গেলে তার দ্বারা অনেক কিছু করা এবং বলা সম্ভব।
Shameless Cunnu
সঘোষিত গিরহপালিত আমি তুমি ডামি জনগণ থেকে বিচ্ছিন্ন এক গনবিরধী নেতা।
মহাজোট সরকারের শরীক - অন্যদিকে বিরোধী দল কি ভাবে সম্ভব ?
ক্ষমতা ও টাকার লোভে, অন্ধ প্রায় যাত্রা পার্টি (jatio_party)!
চুন্নু সাহেবের কথা শুনে মনে হয় উনাদের লজ্জা শরম কিছুই নাই। ক্ষমতার জন্য উনারা সব কিছু করতে পারে
এক কানকাটা গাঁয়ের পাশ দিয়ে যায় দু কান কাটা গাঁয়ের মাঝ দিয়ে যায় । একটু উচ্ছিষ্টের জন্য এরা কত নীচে নামতে পারে ।
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''মুনাফিকের চিহ্ন হল তিনটি (১) কথা বললে মিথ্যা বলে। (২) ওয়াদা করলে তা খেলাপ করে। এবং (৩) আমানত রাখা হলে তাতে খিয়ানত করে।'' মুসলিমের এক বর্ণনায় আছে, ''যদিও সে রোযা রাখে এবং নামায পড়ে ও ধারণা করে যে, সে মুসলিম।''
আওয়ামীলীগ যা কিছুই করুক মেনে নেয়া যায়। কিন্তু এই উচ্ছিষ্টভোগী নিম্নশ্রেণীর প্রতারক'গুলো সংসদে যায় ,সেটা মেনে নেয়া কষ্টকর।
যে যতই গালি দিক জিএম কাদের এখন বিরোধী দলের নেতা: চুন্নু- এ কথা শুনে পাগলেও হাসে।
কি বলবো আমার লজ্জা লাগে। আপনাদের লাগে না?
লজ্জা শরমহীন প্রাণী.
তোরা যাইই বলিসনা কেন, পুরো পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত। পরের ভাবনা পরে।
জনতার কাছে জাতীয় বেইমান।
আওয়ামীলীগ ২৬ আসন ছেড়ে দেওয়ার পরও জয়, পায় ১১টি - মহাজোট যদি আসন না দিত তবে , কিংস পার্টির মত হত BUAH ?
Mir zafar
জাতীয় নির্লজ্জ বেহায়ার দল !!!!
জাতীয় পার্টি নামের জঘন্য পার্টির সেকেন্ড ইন কমান্ড এখন একজন চিহ্নিত মীরজাফর। ক্ষমতার দালালীতে এক ঘৃন্য নাম মুজিবুল হক চুন্নু। পতিত রাজনীতির পতিতা ব্যবসার রাজনৈতিক পতিতা এই মুজিবুল হক চুন্নু। তাই কোনরূপ রাখঢাক ছাড়াই নির্লজ্জ বেহায়াপনার নজীর স্থাপন করে যাচ্ছে তার প্রতিটা বুলির মাধ্যমে। সে নাকি এখন জগৎকুখ্যাত নির্বাচনে জিতা বাংলাদেশের সংসদ নামের রঙ্গ মঞ্চের বিরোধি দলীয় নেতা!
আওয়ামীলীগ ২৬ আসন ছেড়ে দেওয়ার পরও জয়, পায় ১১টি - মহাজোট যদি আসন না দিত তবে , কিংস পার্টির মত হত