বিনোদন
নুসরাত জাহানের অভিযোগ
বিনোদন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, রবিবার
১৯শে জানুয়ারি মুক্তি পেয়েছে নুসরাত জাহানের নতুন ছবি ‘সেন্টিমেন্টাল’। এতে তার নায়ক যশ দাশগুপ্ত। যশরতের প্রযোজনা সংস্থার তরফে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির প্রিমিয়ারে ছিল তারকাদের চাঁদের হাট। সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ বহু তারকা হাজির ছিলেন প্রিমিয়ারে। ছবির প্রচারেও ছিল নতুনত্ব। বিভিন্ন কলেজে গিয়েও সেন্টিমেন্টালের প্রচার সেরেছেন যশরত। মুক্তির দিন সকালে লেক কালীবাড়িতে পুজোও দিয়েছেন দু’জনে। প্রচণ্ড ব্যস্ততার মধ্যদিয়ে এই ক’টা দিন কাটিয়েছেন তারকা যুগল। যশের অকপট স্বীকারোক্তি সেন্টিমেন্টালের ব্যস্ততার জেরে রোমান্স হারিয়ে গেছে। এবার ভালো স্বামী হয়ে নুসরাতের সব অভিযোগ মেটাতে হবে। ছবি মুক্তির আগে এক সাক্ষাৎকারে সেন্টিমেন্টাল নিয়ে আলোচনার সময় উঠে আসে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও। তখনই যশ মজা করে বলেন, কাজের চাপে সব রোমান্স হারিয়ে গেছে। এবার ভালো স্বামী হয়ে উঠতে হবে। এদিকে নুসরাত বলেন, আমার একগাদা অভিযোগ জমে আছে যশকে নিয়ে। সে এই ছবি শেষ করতে গিয়ে একদমই সময় দেয়নি আমায়। একজন স্ত্রী হিসেবে এটা আমার জন্য খারাপ লাগার। পরক্ষণেরই নুসরাত ভোলপাল্টে বলেন, তারপরও ছবিটি ভালোভাবে আমার মুক্তি দিতে পারছি। এটাও কম নয়। প্রচুর পরিশ্রম যশ করেছে এ ছবির জন্য। অভিনয়-রাজনীতি সমানতালে চালিয়ে যাচ্ছেন নুসরাত। এরইমধ্যে তার নতুন ছবি ‘সেন্টিমেন্টাল’ও বেশ প্রশংসিত হচ্ছে।