বিনোদন
এবার গ্যাংস্টার শাকিব খান
স্টাফ রিপোর্টার
১৮ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গেল বছর তার অভিনীত ‘প্রিয়তমা’ ব্যাপক ব্যবসা সফল হয়। এ নায়ক এবার দেশের আলোচিত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এটাই প্রথম শাকিব-রাফীর জুটির। দর্শকরা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন ছবিটির। স্ক্রিনে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন শাকিব খান। তার অনেক ভক্তেরই দীর্ঘদিনের চাওয়া ছিল তাকে গ্যাংস্টার চরিত্রে দেখার। এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। নির্মাণের অপেক্ষায় থাকা ‘তুফান’ ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টার রূপে হাজির হচ্ছেন শাকিব। নির্মাতা রাফী বলেন, ‘তুফান’র গল্প নব্বই দশকের। তখন বাংলাদেশে একাধিক গ্যাংস্টার বা মাফিয়া-গডফাদার ছিল। তারা প্রত্যেকে ছিল স্টাইলিশ। বাইরের দেশে আমরা এত গ্যাংস্টার নিয়ে সিনেমা দেখি, কিন্তু আমাদের দেশে হয় না। আমার ছবিতে শাকিব ভাই গ্যাংস্টারের চরিত্র করছেন। এ ধরনের সিনেমা আমি ও শাকিব ভাই কেউ কখনো করিনি। বাংলাদেশের দর্শকরাও এমন গল্প দেশের সিনেমায় দেখেনি। গেল চারমাস ধরে ‘তুফান’র প্রস্তুতি নিচ্ছি। আগামী ফেব্রুয়ারি থেকে আমরা শুটিংয়ে যাবো। ‘তুফান’ ধুন্ধুমার অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকবেন এখনো পাকাপাকি হয়নি। গেল বছর ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’ উপহার দেয়ার পর বর্তমানে একই প্রযোজক ও পরিচালক আরশাদ আদনান-হিমেল আশরাফ এর ‘রাজকুমার’র শুটিং করছেন শাকিব খান। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া, বাংলাদেশ থেকে নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে শাকিবের ‘দরদ’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। অনন্য মামুনের পরিচালনায় এটি পাঁচটি ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।