ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

বন্যাকবলিত এলাকায় মৃত্যু বেড়ে ৮৪ জন

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ৫:১২ অপরাহ্ন

বন্যাকবলিত এলাকায় এ পর্যন্ত পানিতে ডুবে, বজ্রপাতে এবং সর্প দংশনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। এ পর্যন্ত পানিতে ডুবে ৫৮ জন, বজ্রপাতে ১৪ জন, সর্প দংশনে ২ জন এবং বাকীরা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে সিলেট বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৮ জন। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ  ইমার্জেন্সি অপারেশন  সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। বন্যা সম্পর্কিত নিয়মিত তথ্য সরবরাহ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। উল্লিখিত তথ্য গত ১৭ই মে থেকে ২৬শে জুন পর্যন্ত বন্যা সম্পর্কিত এলাকার বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বন্যাকবলিত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯০ জন। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সংখ্যা ৪ হাজার ১১৬ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৪৫২ জন। এরমধ্যে সিলেটে বিভাগে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৩ জন।

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status