ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

২০২৪-এর গোল্ডেন গ্লোবস, কার ভাগ্যে কি জুটলো?

মানবজমিন ডিজিটাল

(৪ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

৮১ তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে ঝড় তুলল 'ওপেনহাইমার। ৮ই জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোবস ২০২৪।অনুষ্ঠান মঞ্চে সেরার সেরা খেতাব ছিনিয়ে নিলো ওপেনহেইমার। এটি সেরা মোশন পিকচার খেতাব পেয়েছে। অন্যদিকে এই ছবির জন্যই সেরা পরিচালকের খেতাব জিতে নিয়েছেন ক্রিস্টোফার নোলান। জে রবার্ট ওপেনহাইমার, যিনি পরমাণু বোমার জনক নামে পরিচিত, সেই বিস্ময়কর ব্যক্তির কাহিনি অবলম্বনেই এই ছবি তৈরি করেন ক্রিস্টোফার নোলান। 

এদিকে কিলিয়ন মারফির  ঝুলিতে গেল সেরা অভিনেতার পুরস্কার। সবমিলিয়ে মোট ৫টি গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড জিতেছে ২০২৩ সালে সাড়া ফেলে দেওয়া এই সিনেমা। সেরা অরিজিনাল স্কোরের পুরস্কার জিতলেন লুডউইগ গ্যোরানসঁ । এখানেই শেষ নয়, 'ওপেনহাইমার'  ছবি থেকে সেরা সহ-অভিনেতার শিরোপা পেলেন রবার্ট ডাউনি জুনিয়র। 

বার্বি ছবিটি সেরা সিনেমাটিক এবং বক্স অফিস অ্যাচিভমেন্টের অন্য গোল্ডেন গ্লোবস পেয়েছে। নন ইংলিশ মোশন পিকচারের বিভাগে পুরস্কার পেয়েছে অ্যানাটমি অব ফল ছবিটি। অ্যানিমেটেড ছবির বিভাগে সেরার খেতাব জয় দ্য বয় অ্যান্ড দ্য হেরন -এর।

 

এবারের গোল্ডেন গ্লোবসে সেরা টিভি সিরিজের খেতাব পেল দ্য বিয়ার।

বিজ্ঞাপন
অন্যদিকে সেরা ড্রামা সিরিজের খেতাব জয় সাকসেশনের। লিলি গ্ল্যাডস্টোন, পল গিয়ামাত্তি, এমা স্টোন, জেরেমি অ্যালেন হোয়াইট, আলি ওং, প্রমুখরা অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবস পুরস্কার পেয়েছেন।

কে কোন বিভাগে পুরস্কার পেলেন, দেখুন একনজরে

সেরা সিনেমা - ড্রামা
ওপেনহাইমার

সেরা সিনেমা - মিউজিক্যাল বা কমেডি
পুওর থিংস

সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

 

সেরা অভিনেতা - ড্রামা
সিলিয়ান মার্ফি (ওপেনহাইমার)

 

 

সেরা অভিনেত্রী - ড্রামা
লিলি গ্ল্যাডস্টোন  (কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন)

সেরা অভিনেতা - মিউজিক্যাল বা কমেডি
পল গিয়াম্যাটি (দ্য হোল্ডওভার্স)

সেরা অভিনেত্রী - মিউজিক্যাল বা কমেডি
এমা স্টোন (পুওর থিংস)

 

সেরা সহ-অভিনেতা
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা সহ অভিনেত্রী 
দ্যভায়েন জয় র‍্যানডল্ফ (দ্য হোল্ডওভার্স)

সেরা টিভি সিরিজ - ড্রামা
সাকসেশন

 

 

সেরা টিভি সিরিজ - মিউজিক্যাল বা কমেডি
দ্য বিয়ার

সেরা অরিজিনাল সং
হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)
বিলি এলিশ এবং ফিনিয়াজ

সেরা অরিজিনাল স্কোর
লুডউইগ গ্যোরানসঁ (ওপেনহাইমার)

সেরা চিত্রনাট্য
জাস্টিন ট্রায়াট এবং আর্থার হারারি 
(অ্যানাটমি অফ আ ফল)

৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের রেশ এখনো অনেকের মনে টাটকা।  কারণ তেইশে হৃদয় ছুঁয়ে গিয়েছিল রাজামৌলির ছবি 'আরআরআর'। 'বেস্ট অরিজিনাল সং'-এর বিভাগে পুরস্কার জিতে নিয়েছিল এই ছবির জনপ্রিয় গান 'নাটু নাটু'।  

সূত্র :  দ্য হিন্দু

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status