ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

নির্বাচনে ভোটের হার

সিইসি প্রথমে বললেন ২৮ পরে ৪০ শতাংশ

স্টাফ রিপোর্টার

(৪ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার বিকাল সাড়ে ৫টায় প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে শুরুতে সিইসি ভোটের হার ২৮ শতাংশের মতো উল্লেখ করে পরে তা সংশোধন করে বলেন এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে। আরও হয়তো বাড়তে পারে। আবার নাও পারে।

এর আগে বিকাল ৩টার ব্রিফিংয়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব। অর্থাৎ শেষ এক ঘন্টায় ভোট পড়েছে ১৩ শতাংশ। ভোটের হারের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এখনো নিশ্চিত করে পার্সেন্টেজের হিসাব বলা যাবে না। অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি ২৮ শতাংশের মতো। পরে সিইসি’র পাশে থাকা সচিবসহ অন্যান্য কর্মকর্তারা সিইসিকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান।

বিজ্ঞাপন
তখন সিইসি বলেন, ৪০ শতাংশ, আচ্ছা আচ্ছা। ৪০ শতাংশ তাও কিন্তু সেই ড্যাশবোর্ডে হান্ড্রেট পারসেন্ট আসেনি। ৪০ শতাংশ এখন পর্যন্ত নির্ভরযোগ্য। তবে আরও হয়তো বাড়তে পারে। আবার নাও পারে।

পাঠকের মতামত

দেশের মোট মিথ্যা বাদীর ৯৯%লোক শিক্ষিত। মিথ্যা মহাপাপ। তবে কি, শিক্ষা পাপ? শিক্ষিত মানে পাপি?

M
৮ জানুয়ারি ২০২৪, সোমবার, ১১:০০ পূর্বাহ্ন

ভোট প্রদানের হার সর্বোচ্চ ১০%

নাই
৮ জানুয়ারি ২০২৪, সোমবার, ৫:২১ পূর্বাহ্ন

ভোট শেষ হোক তারপর সামারি বানান ভোট শীর্ষক রিপোর্ট আর কি। দেশে ভোটারের সংখ্যা কত। কত ভোট পড়েছে। এবার শতকরা বানিয়ে নিন। ধন্যবাদ। সবকটা সেন্টারের ভোটের সংখ্যা আসুক। তবেই হিসাবটা চূড়ান্ত করুন। নির্বাচন কমিশন সবই জানেন। ওনাদের রিপোর্ট চূড়ান্ত।।

Anwarul Azam
৮ জানুয়ারি ২০২৪, সোমবার, ২:৪৮ পূর্বাহ্ন

আমার পরিচিত কয়েকজন টাকার বিনিময়ে ভোট কেন্দ্রে গিয়েছে তাও অনেক দামাদামি করার পর,তাদের সাথে কন্ট্রাক্ট ছিলো ভোট দিক আর নাদিক লাইনে গিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে।

Masud
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ১১:১০ পূর্বাহ্ন

৫% মানুষ ভোট দিতে আসেনি। খোদ আওয়ামীলীগার ভোট দিতে কেন্দ্রে যাননি। অন্যদের কথা না বলাই শ্রেয়। কেন্দ্রে কেন্দ্রে লাইন দাঁড় করিয়ে বুথের ভিতরে জাল ভোটের মহাউৎসব চলেছে। কেন্দ্র পরিদর্শন করে, জেনে শুনেই বলছি। কিন্তু আমাদের কথা কেউ শোনার নেই। দেশটা দালালের খপ্পরে পড়ে গেছে। আর আমরা চেয়ে চেয়ে দেখতেছি। ভোট বর্জন করার জন্য সবাইকে ধন্যবাদ।

Sohag Ahmed
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ১০:৫৫ পূর্বাহ্ন

যারা বলে আইন মেনে নির্বাচন হয়েছে ১ ভোট পড়লে ও সেটা ভোট বুঝতে পারি, অনেকটা সঠিক ও আইন কে নিজেদের ফেভারে নিতে ভেঙেচুরে নিজেদের মতো করেছে তার পর ও সেটা আইন. কিন্তু যারা বলে সুষ্ঠ শান্তিপূর্ণ হয়েছে তাদের দেখে করুনা হয় . ১০% থেকে ১৫% ভোটকে ৪০% বানানো হলো সেটা সুষ্ঠ ভোট না .একা মাঠে নির্বাচন করেও আওয়ামীলীগ কে ভোটার পার্সেন্টেজ বাড়াতে চুরি করতে হয় তাহলে তাদের ৪৫% ভোটার কোথায়?

Obak
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ১০:০৯ পূর্বাহ্ন

আমি একটা কক্ষের দায়িত্বে ছিলাম মোট ভোটা ৭৩২ জন কাস্টিং হয়েছে ১০৪ টি, কত পারসেন্ট হয়েছে কাইন্ডলি বের করুন, আমরা যদি দলকানামুক্ত না হয় কেমনে দেশটা এগিয়ে যাবে কাইন্ডলি ভাবুন প্লিজ দেশটাকে দলকানামুক্ত হওয়ার তাওফিক দিন হে সুস্থ বিবেক

Mamun
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

আমার মনে হয় সর্বোচ্চ ১০% ভোট পড়েছে। আমার সোনার বাংলাদেশ ভোটচোর আর মিথ্যাবাদীরা করলো শেষ। পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদীরা এই জালেম কমিশন। স্বৈরাচার নিপাত যাক বাংলাদেশের মানুষ মুক্তি পাক আমিন

Nazmul
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৯:২২ পূর্বাহ্ন

ভোট পড়ার হার কোন প্রকারে ০৬%-০৯% এর বেশি নয়।

নাই
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৯:১১ পূর্বাহ্ন

৪০% বলছেন তাও মিথ্যা। ৬০% ভোটার ভোট দানে বিরত ছিল। তাই ধরে নেয়া যায় বিএনপি জামাত এর আহবানে জনগণ সাড়া দিয়েছে।

আব্দুল্লাহ ইউসুফ
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

সকাল থেকে দেখতেছি ভোট কেন্দ্র গুলো ফাকা এবং প্রায় সব কেন্দ্রেই জাল ভোটের মহোৎসব হয়েছে মিথ্যা দিয়ে সত্যকে ঢাকা যায়না। সব মিলিয়ে ৫% ভোট ও পড়ে নাই। জনগণ উনাদের প্রত্যাখ্যান করেছে।

ইসমাইল
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৮:৩১ পূর্বাহ্ন

প্রকৃতপক্ষে ভোট পরেছে ১০ থেকে ১২ শতাংশ এর কম হবে। তাকে টেনেটুনে ৪০ শতাংশ করেছে।

Rashel
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৮:২৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগ থেকে ওহী পেয়ে ওনি বলেছেন । ওনি সংবিধান অনুযায়ী কমিশনার ।ওনার কথা না মানা হলো সংবিধান বা রাষ্ট্র বিরোধী কাজ।(সংবিধান কারা বাপের সম্পত্তির মতো নিজের ইচ্ছেমতো পরিবর্তন করছে জানতে চেয়ে লজ্জা দিবেন না)।

A R Raihan
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৭:৫৭ পূর্বাহ্ন

প্রথম আলোর মারফতে জানতে পারলাম, নির্বাচন কমিশনের হিসাবে বিকাল তিনটা থেকে চারটা, এই এক ঘন্টায় মোট ভোটারের প্রায় ১৪ শতাংশ (দুপুর তিনটায় ২৬.৩৭ শতাংশ থেকে বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে প্রায় ৪০%) অর্থাৎ প্রায় এক কোটি ৬৭ লক্ষ ভোটার ভোট দিয়েছেন। অবিশ্বাস্য ভোট সুনামি!!!!!

MD Siddiqur Rahman
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৭:৪৯ পূর্বাহ্ন

৭ ঘণ্টায় ২৭% আর ‘‘এক ঘণ্টায় ১৩%’’

Monir Ahmed
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৭:২৪ পূর্বাহ্ন

যা উপস্থিতি দেখলাম, তাতে ৯৯% বললেও মিথ্যা হওয়ার কথা নয়।

ওয়াসিক
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৭:১১ পূর্বাহ্ন

আমার সন্তানের আমি লেখাপড়া করাবো না, শিক্ষিত হয়ে চুর হওয়ার চেয়ে অশিক্ষিত হয়ে চুরি ভালো।

sobuj
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:৫৯ পূর্বাহ্ন

বাচিয়েছে

Bobi
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:৫২ পূর্বাহ্ন

ধরে নিলাম ৪০%ভোট পড়লে তার মানে ৬০%ভোট পড়ে নাই। তার মানে মেজোরিটি পারসন ভোট দিতে আসে নাই। মেজোরিটি অংশ ভোট বর্জন করেছে।

Robiul Awal Bhuiyan
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:৪৬ পূর্বাহ্ন

প্রকৃত পক্ষে ১০% হবে কিনা সন্দেহ।

কামরুল
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:৪৪ পূর্বাহ্ন

৫% এর বেশি ভোট পরেনি

Rashed
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:৩৬ পূর্বাহ্ন

সেটা আপনাদের দয়ার উপর নির্ভর করবে বাড়বে কিনা

Md Ashadul Islam
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:২৭ পূর্বাহ্ন

ভোট আমার, ব্যাটও (লগিও) আমার, ব্যালটও আমার, ব্যাটাও (ছিঃছিঃও) আমার।।তয়, ১০০ % কইলে প্রবলেম কোথায়? প্রমাণ তো আর করা লাগতনা, চিল্লায়া কন, হাছাই কইছি কিনা...

জাহিদ
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:২৬ পূর্বাহ্ন

আদেশ আসিলেই % আরও বেড়ে যাবে।

বোকা জনগন
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:২৪ পূর্বাহ্ন

আউয়াল সাহেব ২৭ % বলে দেখে চাকুরী থাকে না, পরে আবার ৪০% করে দিয়ে চাকুরী বাচিয়েছে।

Mamun
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:২৩ পূর্বাহ্ন

উনি কোন ভাবে ৬০% বললেও সেটাই বিশ্বাস করতে হবে। ধন্যবাদ।

SM. Rafiqul Islam
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:২০ পূর্বাহ্ন

বিজয়ের অভিনন্দন বাতা এখনও আসে নাই কেন??

No name
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:২০ পূর্বাহ্ন

ঢাকার ১ কেন্দ্রে খোঁজ নিলাম বল্ল ২০% অথচ সিইসি প্রথমে যেটা বলেছেন ২৮% ওটাইতো বেশী ছিল পরে আরও বাড়িয়ে ৪০% শেষ পর্যন্ত হয়তো ৬০% গিয়ে ঠেকতে পারে। এতে আশ্চর্য হাওয়ার কিছু নেই।

বোকা জনগন
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:১৫ পূর্বাহ্ন

সাত ঘন্টায় ভোট পড়ে ২৭% আর মাত্র এক ঘন্টায় পড়ে ১৩% ওনারা কি যাদু জানে নাকি জনগণকে বলদ মনে করে ❓

জাহিদ মিয়া
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:১৪ পূর্বাহ্ন

10% এর বেশি ভোট পড়ে নাই । এটা নিশ্চিত।

আকাশ
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:০৫ পূর্বাহ্ন

এই হিসাব বিশ্বাসযোগ্য? জনগন নির্বাচন কমিশনের কথা বিশ্বাস করে?

ইতরস্য ইতর
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৬:০১ পূর্বাহ্ন

প্রথমে বলেছেন সত্যি পরে বলেছেন উপরের নির্দেশে।

রফিক
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৫৭ পূর্বাহ্ন

Shameless. Why not 89%

Dr. Ahmad
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৫৫ পূর্বাহ্ন

আরো একটু বাড়িয়ে বলেন, জনগন তো খাচ্ছে

মোহাম্মদ ইসমাইল
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৫৫ পূর্বাহ্ন

সিইসি সাহেব এত করে শিখানো হয়েছিল পার্সেন্টেজের হিসেব কিভাবে করতে হয়। তাও মুখস্থ করতে পারলেন না? এটা তো অবশ্যই জানা থাকা কথা ৫+৭ যোগ করলে ১৪ হয়। বলে দেন বলে দেন। ভয়কে জয় করে ফেলুন।

গর্জন
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৫৪ পূর্বাহ্ন

আপনাদের ইচ্ছা।

মোহাম্মদ ফজলুল হক
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৫০ পূর্বাহ্ন

প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইসি) ভোটের আগেই কত শতাংশ ভোট পড়লো তা জানেন। কি এক প্রহসন!"

Digital
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৪২ পূর্বাহ্ন

এখানে অর্থেকের বেশী জাল ভোট আছে।সে মোট ভোট থেকে বাদ দিন।

mamun abdullah
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৪১ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে তিনি যদি আশি শতাংশ বলতেন আমরা সেটা বিশ্বাস করতাম

অতিষ্ট
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৪১ পূর্বাহ্ন

অংকে কাচা তো

Md. Kamruzzaman
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৩৯ পূর্বাহ্ন

কিছুক্ষণ পরে বলবে ৬০%।

Karim
৭ জানুয়ারি ২০২৪, রবিবার, ৫:৩৮ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status