ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

রাজশাহীতে ‘এ’ দল বনাম এইচপি’র ম্যাচ ৩০শে জুন

স্পোর্টস রিপোর্টার
২৬ জুন ২০২২, রবিবার
mzamin

সিলেটে বন্যার কারণে হাইপারফরম্যান্স দলের অনুশীলন ক্যাম্প বন্ধ হয়ে গেছে। সেখানে কাল থেকে ‘এ’ দলের বিপক্ষে যে চারদিনের ম্যাচ হওয়ার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। সরানো হয়েছে ভেন্যু। তবে আবারো চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের মধ্যকার চারদিনের ম্যাচে ভেন্যু ও তারিখ। ৩০শে জুন মাঠে গড়াচ্ছে ম্যাচটি। ‘এ’ দল গঠন হবে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড থেকে। চলমান বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্স ক্যাম্পের ক্রিকেটাররা নিজেদের মধ্যে চারদিনের ম্যাচটি খেলবেন রাজশাহীতে। বাংলাদেশ ‘এ’ দল আগামী মাসের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। বাংলাদেশ টাইগার্সে অনুশীলন করা ক্রিকেটারদের মধ্য থেকে ‘এ’ দল তৈরি করবেন নির্বাচকরা। যে কারণে এইচপির সঙ্গে ম্যাচটি নিশ্চিতভাবেই ক্রিকেটারদের জন্য বড় সুযোগ।

বিজ্ঞাপন
বন্যা পরিস্থিতির অবনতির কারণে এইচপি ক্যাম্পের পাশাপাশি ম্যাচটিও সিলেট থেকে সরিয়ে আনা হয়েছে। ১২ই মে কক্সবাজারে শুরু হয় এইচপির ক্যাম্প। এরপর ২রা জুন থেকে যা স্থানান্তর হয় সিলেটে। সেখানেই চলতি মাসের শেষদিকে এইচপির বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের একটি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল।  কিন্তু বন্যা পরিস্থিতি খারাপ হওয়াতে সিলেট থেকে গত ১৭ই জুন এইচপির ক্রিকেটারদের ঢাকায় আনা হয়। মিরপুরেই বর্তমানে চলছে তাদের ক্যাম্প। যেখানে গত ১২ই জুন থেকে শুরু হয়েছ বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পও। মিরপুরে ক্যাম্প হলেও দুই দল চারদিনের ম্যাচটি খেলবে রাজশাহীতে। ২৮ জুন ঢাকা ছেড়ে যাবে ক্রিকেটাররা। এ প্রসঙ্গে বাংলাদেশ টাইগার্সের দেখভাল করা বিসিবি কর্মকর্তা সজল আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা ২৮ তারিখ যাচ্ছি রাজশাহীতে। একটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাটি চলবে ৩০শে জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status