ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

জগন্নাথপুরে ত্রাণের পিছে ছুটছে মানুষ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৬ জুন ২০২২, রবিবার
mzamin

জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের একাংশে পানি কমে যাওয়ায় সীমিত আকারে যান চলাচল করছে। এসব যানের মধ্যে ত্রাণের গাড়ি দেখলেই বানভাসি লোকজন ছুটছেন। গত কয়েকদিন ধরে সরকারি- বেসরকারিভাবে গাড়িতে করে ত্রাণ পৌঁছানো হচ্ছে উপজেলা সদরের আশ্রয় কেন্দ্রগুলোতে। শুক্রবার দুপুর ১২টার দিকে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে পিকআপ ভ্যানে করে ত্রাণ শহরের দিকে যাওয়ার সময় শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দুর্গত লোকজন ত্রাণের গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায়। এভাবেই দৌড়াচ্ছিলেন জ্যোৎস্না বেগম। তিনি জানান, দীর্ঘদিন ধরে শহরের একটি কলোনিতে বসবাস করছেন। ঘরে বন্যার পানি উঠে যাওয়ায় আশ্রয় নিয়েছেন পৌরসভার কার্যালয়ের দ্বিতীয় তলায়। পানিতে সবকিছু ভেসে গেছে। আশ্রয় কেন্দ্রে ত্রাণ দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। গাড়িতে করে ত্রাণ দেয়া হচ্ছে শুনে ত্রাণের জন্য ছুটছিলাম।

বিজ্ঞাপন
জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু আশ্রয়কেন্দ্রে ত্রাণ না পাওয়ায় খাদ্য সংকটে ভুগছে মানুষ। গত বৃহস্পতিবার থেকে জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। সরকারিভাবে ত্রাণ বিতরণের পাশাপাশি এলাকার প্রবাসী, বিত্তশালী ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ কার্যক্রম চলছে। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম আহমেদ জানান, পাইলগাঁও ইউনিয়নের অধিকাংশ এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি। ত্রাণের জন্য মানুষ হাহাকার করছে। জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুর রব জানান, ইতিমধ্যে ৯৩ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, সব ইউনিয়নে চাল বণ্টন করা হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ চলছে। আমি নিজেও ত্রাণ বিতরণ চালিয়ে যাচ্ছি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status