দেশ বিদেশ
৯ দিন ধরে বিদ্যুৎহীন জগন্নাথপুর
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৫ জুন ২০২২, শনিবারবন্যার কারণে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৯ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে কয়েক লাখ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। উপজেলাবাসী ও আবাসিক বিদ্যুৎ প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সিলেটের বড়ইকান্দি ৩৩ কেভি বিদ্যুৎকেন্দ্র থেকে জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। সিলেট শহরের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বড়ইকান্দি ৩৩ হাজার কেভি বিদ্যুৎকেন্দ্রে পানি ঢুকে পড়ে। এতে গত ১৭ই জুন রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ১৭ই জুন থেকে জগন্নাথপুরে ভয়াবহ বন্যা দেখা দেয়। পৌর শহরসহ উপজেলাজুড়ে হাট-বাজার বাড়িঘর, রাস্তা-ঘাট তলিয়ে যায়। নিমজ্জিত হয় জগন্নাথপুর বাজারসহ উপজেলার প্রায় সবক’টি হাট-বাজার। এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মোবাইল চার্জ, নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় যোগাযোগ অচল হয়ে যায়। শহরের আংশিক এলাকায় বুধবার নেটওয়ার্ক ও কিছুটা ইন্টারনেট সুবিধা পাওয়া গেলেও ইন্টারনেট ও নেটওয়ার্কের গতি কম পাওয়া যাচ্ছে। এখনো পুরাপুরি স্বাভাবিক হয়নি। বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পৌর শহরের ইকড়ছই এলাকার একাংশে পরীক্ষণমূলক বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওইদিন ভোরে ফের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় যায়। বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে আবার ওই এলাকা বিদ্যুৎ চালু করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, ভয়াবহ বন্যা পরিস্থিতির সঙ্গে গত ৯ দিন ধরে বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে এখানকার জনজীবন। একদিকে বন্যা তার উপর বিদ্যুৎ নেই ফলে মানুষ মানবেতর জীবন যাপন করছেন। যে সব এলাকা থেকে পানি নামছে ওই সব এলাকায় বিদ্যুৎ চালু করার জন্য সংশ্লিষ্টকে বলেছি। বিদ্যুৎ বিভাগের জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আজিজুর ইসলাম আজাদ জানান, বন্যা পরিস্থিতির কারণে সিলেটের বড়ইকান্দি ৩৩ কেভি উপকেন্দ্র পানিতে নিমজ্জিত হওয়ায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এরমধ্যে গত এক সপ্তাহ ধরে জগন্নাথপুর উপজেলায় বন্যা পরিস্থিতির করুণ অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ করতে গেলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে গত মঙ্গলবার রাতে ও বৃহস্পতিবার পৌর শহরে আংশিক সংযোগ দেয়া হয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।