ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পিটিয়ে রাবি শিক্ষার্থীকে হল ছাড়া করলো ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২৫ জুন ২০২২, শনিবার

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলের এক আবাসিক ছাত্রকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর সেখানে ছাত্রলীগের পছন্দের একজনকে তুলে দেয়া হয়েছে। 
গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হলের ২৪৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মুন্না ইসলাম। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী। ভুক্তভোগী মুন্না বলেন, গত ৫ মাস ধরে নবাব আবদুল লতিফ হলে ছিলাম। হলের ২৪৮ নম্বর কক্ষের আবাসিক ছাত্র আমি। গতকাল দিবাগত রাত দুইটার দিকে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেনের কয়েকজন অনুসারী ওই কক্ষে গিয়ে আমাকে বের হয়ে যেতে বলেন। আবাসিক কার্ড দেখিয়ে বের হতে অপারগতা জানালে বিছানাসহ সব জিনিস ফেলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আমাকে গালিগালাজ ও মারধর করা হয়।
মুন্না জানান, তার বাবা প্রতিবন্ধী, মা বেঁচে নেই। হল প্রাধ্যক্ষের মাধ্যমে সব প্রক্রিয়া মেনে তিনি হলে ওঠেন।

বিজ্ঞাপন
গতকাল রাতে তাকে নিজের কক্ষ থেকে বের করে দেয়ার পর বিষয়টি তিনি হলের প্রাধ্যক্ষকে মুঠোফোনে জানান। প্রাধ্যক্ষ তাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলেন। 
এ বিষয়ে অভিযুক্ত হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, বিছানাপত্র ফেলে দেয়া হয়নি। মারধর করার অভিযোগও ভিত্তিহীন। মূলত ওই কক্ষে আরেকজন আবাসিক শিক্ষার্থীর সঙ্গে আসন ভাগাভাগি করে থাকার জন্য বলা হয়েছিল মুন্নাকে। ঘটনার সময় সেখানে আমি যাইনি। তবে নেতাকর্মীরা গিয়েছিল। এ ব্যাপারে নবাব আবদুল লতিফ হলের প্রাধ্যক্ষ এএইচএম মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি রাতেই শুনেছি। সত্য প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে গ্রহণ করা হবে শাস্তিমূলক ব্যবস্থা। প্রয়োজনে তাদের হল থেকেও বহিষ্কার করা হবে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status