বিশ্বজমিন
সিজিটিএনের রিপোর্ট
বন্যায় বাংলাদেশে কমপক্ষে ৬৮ জনের মৃত্যু
মানবজমিন ডেস্ক
(২ দিন আগে) ২৪ জুন ২০২২, শুক্রবার, ৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৭ অপরাহ্ন

চীনের সিজিটিএনের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে এবারের বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য বিষয়ক মহাপরিচালকের সূত্র এ তথ্য জানিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশের ৬৪টি জেলার মধ্যে ১৭টি পানিতে তলিয়ে আছে। ভারি বর্ষণ ও নদীর পানি বৃদ্ধির ফলে আক্রান্ত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। কমপক্ষে দুই হাজার উদ্ধারকারী টিম আক্রান্ত মানুষকে ত্রাণ তৎপরতায় লিপ্ত রয়েছে।