খেলা
নতুন মৌসুমে দেখা যাবে মেসির ‘বেস্ট ভার্সন’
স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২২, শুক্রবার
বার্সেলোনা থেকে প্যারিসে অভিষেক মৌসুমে নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। তবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি মেসিকে নিয়ে ইতিবাচক ভবিষ্যদ্বাণী করলেন। খেলাইফি মনে করেন, আসন্ন ২০২২-২৩ মৌসুমে পিএসজিতে আর্জেন্টিাইন তারকার ‘বেস্ট ভার্সন’ দেখা যাবে। বার্সেলোনায় ক্যারিয়ারের শুরুর দিকে ২০০৫-০৬ মৌসুমে ৮ গোল করেন মেসি। এরপর কোনো মৌসুমে তার গোল সংখ্যা ১৫-এর নিচে নামেনি। ২০০৮-০৯ থেকে টানা ১৩ মৌসুম ৩০-এর বেশি গোল করার কৃতিত্ব দেখান আর্জেন্টাইন সুপারস্টার। বার্সেলোনায় বিদায়ী মৌসুমেও ৪৭ ম্যাচে করেন ৩৮ গোল। সেই মেসি পিএসজিতে গিয়ে প্রথম মৌসুমে সবমিলিয়ে করেছেন ১১ গোল। সংবাদমাধ্যম লা পারিসিয়ানকে খেলাইফি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে মেসি সাতবারের ব্যালন ডি’ অর জয়ী খেলোয়াড়। গত মৌসুমে সে তার সেরা ছন্দে ছিল না। ২০ বছরের বেশি সময় বার্সেলোনায় কাটানোর পর সে একটা নতুন দেশে, নতুন শহরে, নতুন লীগে নতুন একটা দল আবিষ্কার করেছে। এখানকার সংস্কৃতিও আলাদা। তাছাড়া সে চোট এবং করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিল। এসব কারণে গত মৌসুমটা মেসির জন্য সহজ ছিল না। কিন্তু পরবর্তী মৌসুমে আমরা মেসিকে তার সেরা ফর্মে দেখবো।’ পিএসজিতে সেপ্টেম্বরের আগে জালের দিশা পাননি মেসি। উয়েফা চ্যাম্পিয়নস লীগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির জার্সিতে প্রথম গোল করেন তিনি। আর লীগ ওয়ানে প্রথম গোল পান নভেম্বরে। মাত্র ৬ গোল নিয়ে মেসি ফরাসি লিগ ওয়ান মৌসুম শেষ করেন। চ্যাম্পিয়নস লীগে ৫ গোল করলেও দলকে নিয়ে যেতে পারেননি কাঙ্ক্ষিত লক্ষ্যে। রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয় পিএসজির। লিওনেল মেসি সবসময়ই বলে এসেছেন বার্সেলোনা তার দ্বিতীয় বাড়ি। এখান থেকে অবসরে যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু ক্লাব কর্তাদের সঙ্গে নানা বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে বার্সা ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয় মেসিকে। পিএসজিতে তিনি সান্নিধ্য পাচ্ছেন পুরনো বন্ধু নেইমার ও ডি মারিয়ার। এছাড়া আর্জেন্টিনার আরও দু’জন সতীর্থ রয়েছেন। কিন্তু নতুন ড্রেসিংরুম আর ক্লাবে মানিয়ে নিতে কষ্টই হয়েছে আর্জেন্টাইন তারকার।