খেলা
নতুন মৌসুমে দেখা যাবে মেসির ‘বেস্ট ভার্সন’
স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২২, শুক্রবার
বার্সেলোনা থেকে প্যারিসে অভিষেক মৌসুমে নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। তবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি মেসিকে নিয়ে ইতিবাচক ভবিষ্যদ্বাণী করলেন। খেলাইফি মনে করেন, আসন্ন ২০২২-২৩ মৌসুমে পিএসজিতে আর্জেন্টিাইন তারকার ‘বেস্ট ভার্সন’ দেখা যাবে। বার্সেলোনায় ক্যারিয়ারের শুরুর দিকে ২০০৫-০৬ মৌসুমে ৮ গোল করেন মেসি। এরপর কোনো মৌসুমে তার গোল সংখ্যা ১৫-এর নিচে নামেনি। ২০০৮-০৯ থেকে টানা ১৩ মৌসুম ৩০-এর বেশি গোল করার কৃতিত্ব দেখান আর্জেন্টাইন সুপারস্টার। বার্সেলোনায় বিদায়ী মৌসুমেও ৪৭ ম্যাচে করেন ৩৮ গোল। সেই মেসি পিএসজিতে গিয়ে প্রথম মৌসুমে সবমিলিয়ে করেছেন ১১ গোল। সংবাদমাধ্যম লা পারিসিয়ানকে খেলাইফি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে মেসি সাতবারের ব্যালন ডি’ অর জয়ী খেলোয়াড়। গত মৌসুমে সে তার সেরা ছন্দে ছিল না।