ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

তথ্য প্রযুক্তি

এবার গোবর গ্যাসের সাহায্যে মহাকাশে রকেট পাঠাচ্ছে জাপান

মানবজমিন ডিজিটাল

(৮ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৮ অপরাহ্ন

mzamin

এক অসম্ভবকে সম্ভব করে দেখালো জাপান। রকেটের জ্বালানিতে গোবরের ব্যবহার করে জাপানি ইঞ্জিনিয়াররা তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বে। ইন্টারস্টেলার টেকনোলজিস একটি জাপানি স্পেস স্টার্টআপ কোম্পানি, হোক্কাইডো স্পেসপোর্টে তার কসমস ইঞ্জিনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছে। এই উদ্ভাবনী রকেটটিতে জ্বালানি হিসাবে গোবর থেকে প্রাপ্ত মিথেন গ্যাস ব্যবহার করা হয়েছে, যা  বিশ্বের উদ্বোধনী অরবিটাল রকেট তৈরির অনুসন্ধানে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে। বিশ্বজুড়ে বেড়েই চলেছে বায়ু দূষণের মাত্রা। সেখানে মহাকাশ গবেষণায় দূষণমুক্ত রকেট উৎক্ষেপণের লক্ষ্যে নজিরবিহীন এই পদক্ষেপ করলেন জাপানের ইঞ্জিনিয়াররা। পরীক্ষার সময় গোবর গ্যাস সফলভাবে রকেটের ইঞ্জিনটিকে ১০সেকেন্ডের জন্য প্রজ্বলিত করে একটি শক্তিশালী নীল শিখা তৈরি করে। এর আগে  ইউরোপীয় স্পেস এজেন্সি  নিজস্ব গোবর-জ্বালানিযুক্ত রকেট ইঞ্জিন তৈরি করে, তবে ইন্টারস্টেলার টেকনোলজিস প্রথম বেসরকারি কোম্পানি যা এটি করেছে। ইঞ্জিন পরীক্ষা একটি পরিষ্কার এবং সহজে উপলব্ধ রকেট জ্বালানি উৎস হিসাবে বায়োমিথেনের কার্যকারিতা প্রদর্শন করেছে। 

 ইন্টারস্টেলার ৭ ডিসেম্বরের এক বিবৃতিতে বলেছে-টোকিও ইউনিভার্সিটি, JAXA স্পেস ইনোভেশনের সাথে এই নতুন রকেট ডিজাইন করেছে যা উচ্চ দহন কর্মক্ষমতা অর্জন করে। ফলস্বরূপ, যন্ত্রাংশের সংখ্যা প্রচলিত ইঞ্জিনের এক-দশমাংশে কমিয়ে আনা গেছে, মৌলিকভাবে একটি রকেট ইঞ্জিনের উৎপাদন খরচ কমিয়েছে, যা সামগ্রিক ব্যয়ের অর্ধেক হবে বলে অনুমান করা হয়েছে । আগামী দিনে ইন্টারস্টেলার টেকনোলজিসের লক্ষ্য হলো, এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে লো আর্থ অরবিট তথা পৃথিবীর নিম্নকক্ষে সফলভাবে স্যাটেলাইট স্থাপন করা। রকেটের জন্য প্রস্তুত বায়োমিথেন জ্বালানি স্থানীয় দুগ্ধ খামারের গোবর ব্যবহার করে তৈরি করা হয়েছে । টোকিওর ইঞ্জিনিয়াররা বলছেন, বিশ্বজুড়ে গ্রিন হাউস নির্গমনের ক্ষেত্রে ১৪ শতাংশ গ্যাস আসে গবাদি পশুদের মলমূত্র থেকে। মিথেনের উৎস এটি। যদি ঠিক মতো মিথেনের ব্যবহার করা যায় ও রকেট উৎক্ষেপণের কাজে লাগানো যায় তবে অনেকটাই দূষণ কমবে।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

ওমা! ভারতের তো এবার পোয়া বারো !

Borno bidyan
২০ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৫:১৮ পূর্বাহ্ন

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status