ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

তথ্য প্রযুক্তি

আকর্ষণীয় ফিচারে ভিভো ভি৪০ লাইট

অনলাইন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ২:৪১ অপরাহ্ন

mzamin

চলতি বছরের শেষ ভি সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ভিভো। সাথে সুখবরও। ভি সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ লাইটের সাথে থাকছে আকর্ষণীয় উপহার। টাইটেনিয়াম সিলভার ডিজাইন, ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ এবং ক্যামেরায় এআই অরা লাইট পোর্ট্রেট থাকছে স্মার্টফোনটিতে। 

১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে ফার্স্ট সেলে পর্ব। এই সময়ের মধ্যে ভিভো ভি৪০ লাইট কিনলে উপহার হিসেবে থাকছে ১,৯৯৯ টাকা মূল্যের রিরো ব্র্যান্ডের ওয়্যারলেস ইয়ারফোন এল১৫ টিডব্লিউএস, পোস্ট কার্ড এবং ৪ বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা।

ব্যাক সাইডে কুশন-কাট ডায়মন্ড শেইপের ক্যামেরা মডিউল ডিজাইন, চারপাশে মেটালিক হাই-গ্লস ফ্রেম থাকছে স্মার্টফোনটিতে। টাইটেনিয়াম সিলভার রঙের স্মার্টফোনটিতে রয়েছে এক্সক্লুসিভ কালার চেঞ্জিং প্রযুক্তি।

মাত্র আধা ঘন্টায় ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ৮০% চার্জ করেতে পারবে ভিভো ভি৪০ লাইট। সাথে রয়েছে ৪ বছরের ব্যাটারি হেলথ সুবিধা। ওভার নাইট চার্জিং প্রোটেকশনও রয়েছে স্মার্টফোনটিতে। 

৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। ১৮০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস, ২৪০০×১০৮০ রেজুলেশন ও ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটির স্ক্রিনটি মূলত মাল্টি টাচ ক্যাপাসিটিভ। ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাওয়া যাবে ভিভো ভি৪০ লাইটে।
স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৭.৭৯ মিলিমিটার এবং ওজন মাত্র ১৮৮ গ্রাম। তাই এটি স্লিম এবং ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি এক হাতে ব্যবহার উপযোগী। সাথে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ফা এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ও ওয়েট-হ্যান্ড টাচ প্রযুক্তি।

স্মার্টফোনটির ক্যামেরা এআই ইরেজ ফিচার দিয়েছে ভিভো। এতে কেবল ছবি থেকে অনাকাঙ্ক্ষিত অংশ মুছে ফেলবে তা নয়, পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল রেখে এডিটও করে দেবে স্মার্টফোনটি। সাথে রয়েছে এআই ফটো এনহ্যান্সমেন্ট ফিচার, যা ছবিকে করবে আরও স্পষ্ট। পোর্ট্রেট ফটোগ্রাফি তোলার জন্য এতে রয়েছে ভিভোর ভি সিরিজ স্পেশাল এআই অরা লাইট।
ভিভো ভি৪০ লাইটের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ব্যাকসাইডে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ডিভাইসটি। ৮জিবি র্যাম, ১২৮জিবি স্টোরেজের দাম ২৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮জিবি র্যাম, ২৫৬জিবি স্টোরেজের স্মার্টফোনটির দাম ৩১,৯৯৯ টাকা। ভিভোর যেকোনো অথোরাইজড শোরুম এবং ইস্টোরে পাওয়া যাচ্ছে ভিভো ভি৪০ লাইট।
 

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status