তথ্য প্রযুক্তি
ওয়ালেটমিক্স-ব্রুনাই হাই কমিশনের মধ্যে প্রযুক্তি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১০ মে ২০২৫, শনিবার, ২:৩৬ অপরাহ্ন

ঢাকাস্থ ব্রুনাই হাই কমিশনে ওয়ালেটমিক্স এবং ব্রুনাই হাই কমিশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ এবং ব্রুনাইয়ের ফিনটেক ও প্রযুক্তি খাতের নেতৃবৃন্দের মধ্যে সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি করা। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এই আলোচনায় সভাপতিত্ব করেন ব্রুনাই দারুসসালামের বাংলাদেশস্থ হাই কমিশনার হাজী হারিস বিন হাজী ওসমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রুনাই হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।
বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ও প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালেটমিক্স এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুমায়ুন কবির ও প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) শাহিন। আলোচনায় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে প্রযুক্তি ও ডিজিটাল পেমেন্ট অবকাঠামো বিনিময়ের সুযোগ, ওয়ালেটমিক্স ও ব্রুনাইয়ের আইটি প্রতিষ্ঠানের মধ্যে যৌথ উদ্যোগ ও জ্ঞান বিনিময়, ব্রুনাইয়ে ওয়ালেটমিক্স-এর বাজার প্রবেশ কৌশল অনুসন্ধান, ফিনটেক, আইওটি এবং সফটওয়্যার সেবা খাতে স্টেকহোল্ডার সংযুক্তির পথ উন্মুক্ত করা। উভয় পক্ষই একটি পারস্পরিক সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে আগ্রহ প্রকাশ করেন, যা উভয় দেশের স্টার্টআপ, এন্টারপ্রাইজ ও সরকারি-বেসরকারি উদ্যোগসমূহের জন্য উপকারে আসবে। ওয়ালেটমিক্স জানায়, ব্রুনাইয়ের প্রযুক্তিগত আধুনিকায়নে তারা তাদের অভিজ্ঞতা ও নিরাপদ ডিজিটাল লেনদেন প্রযুক্তি দিয়ে সহায়তা করতে প্রস্তুত। আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে, ভবিষ্যতে গভীরতর যোগাযোগ ও সহযোগিতার উদ্দেশ্যে একটি প্রতিনিধি দল ব্রুনাই সফরে যাবে। ওয়ালেটমিক্স এর সিইও হুমায়ুন কবির বলেন, আমরা বিশ্বাস করি, প্রযুক্তি বিনিময় শুধু ব্যবসার প্রসার ঘটায় না এটি দুই দেশের মাঝে নতুন সম্ভাবনার সেতুবন্ধন তৈরি করে।