ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

তথ্য প্রযুক্তি

দুই দশক পর বন্ধ হচ্ছে স্কাইপ

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ১ মার্চ ২০২৫, শনিবার, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫৩ অপরাহ্ন

mzamin

প্রায় দুই দশকের দীর্ঘ যাত্রার পর বন্ধ হচ্ছে ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম স্কাইপ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির অফিসিয়াল এক্স একাউন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এতে বলা হয়, একসময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপ মে মাস থেকে আর ব্যহারযোগ্য থাকবে না। প্রতিবেদনে বলা হয়, ২০০৩ এ যাত্রা শুরু করা স্কাইপ সে সময়ে মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। মাইক্রোসফট ২০১১ সালে ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ কিনেছিল। যা তখন মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ ছিল। পরবর্তীতে তারা স্কাইপকে তাদের মোবাইল ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে সংযুক্ত করে। এরপর থেকে টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে। গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করেছিল স্কাইপকে নিয়ে। স্কাইপ ক্লিপসের মত নতুন ফিচার এনেছিল। 

১৪ বছর পর স্কাইপ বন্ধ করার কারণ হিসেবে মাইক্রোসফট জানায়, সময়ের সাথে স্কাইপের জনপ্রিয়তা কমেছে। যদিও মহামারীর সময়ে এটি জুম, গুগল মিট, ফেসটাইম, হোয়াটসঅ্যাপ ও অ্যাপল এর ফেসটাইম তুলনায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। কোম্পানিটি জানায়, মাইক্রোসফট টিমসে অনেক বিনিয়োগ রয়েছে যা স্কাইপ এর মতোই একই সেবা প্রদান করে। ফলে স্কাইপ বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে তারা।

মাইক্রোসফট -এর সহযোগী অ্যাপস মাইক্রোসফট ৩৬৫-এর প্রেসিডেন্ট জেফ টেপার একটি ব্লগ পোস্টে বলেছেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গঠন এবং অসংখ্য অর্থবহ মুহূর্তকে সমর্থন করার ক্ষেত্রে স্কাইপ একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং আমরা এই যাত্রার অংশ হতে পেরে সম্মানিত। আমাদের টিম যে নতুন সুযোগগুলো নিয়ে এসেছে তাতে আমরা উত্তেজিত এবং আপনাকে আমাদের সাথে  সংযুক্ত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

২০০৩ সালে এস্তোনিয়ায় স্কাইপ চালু হয় এবং দ্রুত বিশ্বব্যাপী বিনামূল্যে কল করার একটি উপায় হিসেবে জনপ্রিয়তা লাভ করে। কারণ সেই সময়ে   ফোনে আন্তর্জাতিক কলিং ব্যয়বহুল ছিল। এই পরিষেবাটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, যার ফলে ইবে ২০০৫ সালে ২.৬ বিলিয়ন ডলারে এটি কিনে নেয়। তবে, এই অংশীদারিত্ব কার্যকর হয়নি।  ইবে ২০০৯ সালে স্কাইপে তার ৬৫% শেয়ার একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে বিক্রি করে ১.৯ বিলিয়ন ডলারে।  তারপর মাইক্রোসফট ২০১১ সালে এটি কিনে নেয়।

সূত্র : সিএনএন

পাঠকের মতামত

বিদায় Skype - একসময় প্রবাস জীবনে আমাদের প্রধান অবলম্বন ছিলো।

জাহিদ
১ মার্চ ২০২৫, শনিবার, ৫:০৫ অপরাহ্ন

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status