অনলাইন
বিচারের জন্য মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে কারাগারে স্থানান্তর করা হয়েছে
(৬ দিন আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৮ অপরাহ্ন

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে বিচারের জন্য গোপন স্থান থেকে বুধবার দেশের রাজধানীর একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে। তার নামে চলমান মামলাগুলোর বিচার এখন কারাগার থেকেই হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। সু চিকে ২০২১ এর ১ ফেব্রুয়ারি, গ্রেপ্তার করা হয়, যখন সেনাবাহিনী তার নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে নেয়। তাকে প্রাথমিকভাবে রাজধানীতে তার বাসভবনে রাখা হয়েছিল, কিন্তু পরে তাকে অন্য একটি স্থানে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় এক বছর ধরে রাজধানী নেপিইতাওতে একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল সু চিকে, সাধারণত এটি একটি সামরিক ঘাঁটি ছিল বলে অনুমান। ২০২১ এর ২৪ মে শুনানি শুরু হওয়ার পর নেপিইতাও-এর একটি বিশেষ আদালত তাঁর বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ এনেছে। তিনি যে ১১ টি দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন তার প্রতিটির জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।অবৈধভাবে ওয়াকি-টকি আমদানি ও রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরে এবং করোনা মহামারীর সময়ে বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ইতিমধ্যেই তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।চলমান দুর্নীতির মামলা ছাড়াও, তার বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। সু চির সমর্থকরা বলছেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনীতিতে ফিরে আসা থেকে বিরত রাখার প্রচেষ্টা মাত্র। সেই সঙ্গে সামরিক বাহিনীর ক্ষমতা দখলকে বৈধ করার একটি প্রয়াস। এর আগে সু চি-র সরকার ও দলের অনেক সিনিয়র সদস্যকেও গ্রেফতার করা হয়েছিল।
সূত্র : আরব নিউজ
পাঠকের মতামত
যারা তার বিচারের প্রহসন করছে একদিন তাদের ও বিচার হবে । তবে এই অপমান তার প্রাপ্য । রোহিঙ্গাদের গনহত্যার কথা অস্বীকার করে আন্তর্জাতিক আদালতে সামরিক বাহিনীর সমর্থন করাই তার পাপ ছিল। সত্য অস্বীকার মহা পাপ।