বিনোদন
অসহায় অঙ্কিতা
বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
জুটি হিসেবে ‘বিগ বস্’-এর ঘরে প্রবেশ করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে ও তার স্বামী ভিকি জৈন। সালমান খানের সেই রিয়্যালিটি শোয়ে পা রাখার পর থেকেই প্রশ্নের মুখে তাদের দাম্পত্য জীবন। নিত্যদিন তাদের অশান্তি। নিয়মিত কিছু না কিছু লেগেই রয়েছে। ক্যামেরার সামনেই কুরুচিকর ঝগড়া থেকে একে অপরের প্রতি কটূক্তি করা। কোনো কিছুই বাদ যায়নি। ‘বিগ বস্’-এর ঘরে অন্য প্রতিযোগীদের সামনেই অঙ্কিতাকে অসংখ্য বার অপমান করেছেন তার স্বামী। ক’দিন আগে ভিকি ও অঙ্কিতার দু’জনের মা এসে তাদের ভালোভাবে থাকার পরামর্শ দেন। অনেকে ভেবেছিলেন এবার হয়তো কিছুটা হলেও উন্নতি হবে এ সম্পর্কের। কিন্তু তা হয়নি। এবার ফের ‘বিগ বস’-এর রান্নাঘরে সবার সামনে স্বামী তুলোধুনো করতে ছাড়েননি অঙ্কিতাকে। স্বামীর ধমক শুনে কাঁদতে শুরু করেন অঙ্কিতা। তাকে দেখে বেশ অসহায় লাগছিল। অনেকেই বলছেন তাদের দাম্পত্য জীবনের ইতি হতে চলেছে। ছোট পর্দায় ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে কাজ করার সময় সহ-অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমে পড়েছিলেন তিনি। সুশান্ত বলিউডে পা রাখার পর ভাঙন ধরে সেই সম্পর্কে। ২০২০ সালে প্রয়াত হন সুশান্ত। ২০২১ সালে ভিকির সঙ্গে সাত পাক ঘোরেন অঙ্কিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সুখী গৃহকোণের ছবি ধরা পড়ে। তবে ‘বিগ বস্’-এর ঘরে ঢোকার পর যেন বদলে গেছে সুখের চিত্র।