বিনোদন
টিনার কণ্ঠে প্রতিমার গান
বিনোদন ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, সোমবার
‘একা মোর গানের তরী’- নামের কালজয়ী গানটি এখনো সমান ধারায় বয়ে চলেছে শ্রোতামনে। গানটি অতুল প্রসাদ সেনের। তার কথা ও সুরে গেয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তারই নতুন প্রতিধ্বনি এই ঈদ উৎসবে এলো চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী টিনা রাসেলের কণ্ঠে। গত ৫০ দশকের এই গানটিকে হুবহু রেখে এবার সংগীতে খানিকটা আধুনিকায়ন আনা হয়েছে।