অর্থ-বাণিজ্য
করপোরেট কর কমানোর শর্ত শিথিলের দাবি এফআইসিসিআই’র
অর্থনৈতিক রিপোর্টার
২৩ জুন ২০২২, বৃহস্পতিবারঅর্থমন্ত্রীর ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করপোরেট কর কমানোর শর্ত শিথিল করার আহ্বান জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। পাশাপাশি বাংলাদেশে ব্যবসা এবং বিদেশি বিনিয়োগের জন্য উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয়। এতে এফআইসিসিআই সভাপতি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন এফআইসিসিআই অ্যাডভাইজার ও বার্জার পেইন্টস বাংলাদেশ-এর এমডি রূপালী চৌধুরী, বৃটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এমডি শেহজাদ মুনিম, ইউনিলিভার বাংলাদেশ লি. এর এমডি জাভেদ আখতার। এফআইসিসিআই জানায়, শর্তসাপেক্ষে ২.৫% করপোরেট কর হ্রাসের ক্ষেত্রে আরও উল্লেখ করা হয়েছে, সমস্ত রশিদ অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সংগ্রহ করতে হবে। এফআইসিসিআই-এর প্রস্তাব অনুসারে, এই বিধানটি সংশোধন করা উচিত। পাশাপাশি, এমন একটি হ্রাসকৃত হারের সুবিধা পেতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অন্তত ৫০% অর্থ সংগ্রহের অনুমতি দেয়া উচিত। পরের বছর থেকে এই হার ধীরে ধীরে ১০% পর্যন্ত বাড়িয়ে তোলা যায়। একইসঙ্গে, ১২ লাখ টাকার বেশি সকল বিনিয়োগ ও খরচ অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করতে হবে।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত
বেশি মূল্যে ডলার কেনাবেচা/ ১৩ ব্যাংকের ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে দুই অর্থনীতিবিদ/ ব্যাংক ও রাজস্ব খাত এভাবে চলতে পারে না

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]