অর্থ-বাণিজ্য
অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
অর্থনৈতিক রিপোর্টার
(২০ ঘন্টা আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:৪৫ অপরাহ্ন
অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওদিকে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ সাক্ষরিত এক চিঠিতে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধন নেই এবং নিবন্ধন সনদ নবায়ন করেনি এমন যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশে অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ নিবন্ধন সনদ নবায়ন করা ছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না। কেউ তা করলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩; বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২১ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অবস্থায় অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনাকারী সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম থেকে জরুরিভিত্তিতে নিবন্ধন আবেদন দাখিল করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি যেসব ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদেরও জরুরিভিত্তিতে সনদ নবায়নের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
আটাব জানায়, দেশের আনাচে-কানাচে বিভিন্ন নামের অসাধু, নামসর্বস্ব প্রতিষ্ঠান ট্রাভেল এজেন্সির লাইসেন্স ব্যাতিরেকে ব্যবসা পরিচালনা করছে। এর ফলে বৈধ ট্রাভেল এজেন্সির সঙ্গে তারা প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। অন্যদিকে যাত্রী সাধারণ তথা ভ্রমণপিপাসু লোকদের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন প্যাকেজ, টিকেট ও সেবার নামে টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যাচ্ছে। ফলে যেসব আটাব সদস্যদের ট্রাভেল এজেন্সি নিবন্ধন মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তাদের অতি সত্বর নবায়ন করার জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।