ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

প্রার্থিতা বাতিল-বৈধ ইস্যুতে নানা আলোচনা

‘মৃত’-‘নিখোঁজ’ ইসিতে হাজির

স্টাফ রিপোর্টার
১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার

খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজভী আলম গতকাল নির্বাচন কমিশনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনজন ভোটারকে খুলনা থেকে ঢাকায় নিয়ে এসে নির্বাচন কমিশনে উপস্থিত করার পর তার মনোনয়নপত্রের বৈধতা মিলেছে। ভোটারদের মধ্যে রয়েছেন, ৭২ বয়সী রেখা বেগম, ৬৮ বছর বয়সী শোভা রাণী মজুমদার ও ২৩ বছর বয়সী আফিজুল ইসলাম। এক শতাংশ ভোটার সংক্রান্ত জটিলতায় বাছাইয়ের সময় এই তিন ভোটার নিয়ে গড়মিল থাকায় বাদ পড়েন খুলনা-৪ আসনের প্রার্থী রেজভী আলম। শুনানি শেষে রেখা বেগম বলেন, আমি মৃত হলে তো (ভাতা সুবিধা) কিছুই পাবো না। আমি গরিব মানুষ; এজন্য এসেছি। আমি জীবিত। আমি সাক্ষী দিছি। এখন ফিরে পাইছে। ইসি’র প্রাথমিক তদন্তে রেখা বেগমকে মৃত দেখানো হয়েছিল বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়।

বিজ্ঞাপন
নির্বাচন ভবনের সামনে রেখা বেগম ও শোভা রাণী মজুমদারের সঙ্গী মহিলা জানান, অফিসের লোকজন উনাদের মৃত ঘোষণা করেছিল। তাই নিজ থেকে নির্বাচন কমিশন এসেছেন। প্রমাণটা দেয়ার জন্য, সাক্ষী দেয়ার জন্য।

তবে রেজভী আলম বলেছেন ভিন্ন কথা। তিনি জানান তাদের মৃত নয়, একজনকে নিখোঁজ ও দুইজন ভয়ে অস্বীকার করেছিল। স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম বলেন, বাছাইয়ে দ্বৈবচয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করে রিটার্নিং অফিসার। এরমধ্যে যোগাযোগ করে ও এলাকায় সরজমিন গিয়ে ৭ জনের সত্যতা পেয়েছিল। কিন্তু ৩ জনের বিষয়ে আপত্তি থাকায় আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। রেজভী আলম দাবি করেন, ৭২ বয়সী ভোটারকে নিজ বাসস্থানে পাওয়া যায়নি। কিন্তু বাকি দু’জন ভয়ে অস্বীকার করেছেন।

বাছাইয়ের সময় তিনজন ভোটারের কী ঝামেলা হয়েছিল তা খোলামেলাভাবে রেজভী আলম বলেন, রেখা বেগম এতই বয়স্ক যে ভালো মতো হাঁটতে পারেন না, কথাও বলতে পারেন না। যেদিন তাকে রিটার্নিং কর্মকর্তার অফিসের লোকজন খুঁজতে গিয়েছিলেন তখন রেখা বেগম অন্যত্র ছিলেন। আর বাকি দু’জনের একজন শোভা রাণী স্বাক্ষর না করে টিপসই দিয়েছিলেন, আফিজুল ভয় পেয়েছিলেন। তিনজনই আজ আপিলে উপস্থিত থাকায় কমিশন সন্তুষ্ট হয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। আমিও স্বস্তি পেলাম। এখন খুলনা ফিরে যাবো।

কীভাবে ঢাকায় আনার বিষয়ে রাজি করালেন তাদের? জানতে চাইলে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, তারা আমার এলাকার ভোটার, আমাকে পছন্দ করে। তারা প্রথমবারের মতো ঢাকা শহরে এসেছেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে আনা হয়েছে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশের ঝামেলা নিয়ে আগে সরব থাকলেও প্রার্থিতা ফেরত পেরে নমনীয় সুর রেজভী আলমের। তিনি বলেন, ১ শতাংশের ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও রয়েছে। এভাবে স্বাক্ষর সংগ্রহ করতে না হলে অনেক প্রার্থী হতো স্বতন্ত্রভাবে এবং এতে ইসিকে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হতো। কিন্তু এটাও ঠিক, ১% এর জন্য অনেকে মৃত ব্যক্তি বা নামসর্বস্ব তালিকা দেয়ার অভিযোগ রয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা সচেতন না হলে এটা ঠেকানো মুশকিল।

দুইদিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৭ জন: নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে বাছাইয়ে বাদ পড়া ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে গতকাল নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই শুনানি চলে। দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল আবেদনের শুনানি হয়েছে বলে জানায় ইসি। এসব আবেদনের মধ্যে ৫১ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। এ ছাড়া ৪১ জনের প্রার্থিতা নামঞ্জুর হয়েছে। আর ৮টি আবেদনের সিদ্ধান্ত হয়নি। এর আগে রোববার প্রথম দিনে ৯৪টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় এবং ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়। ৬টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর ৪টি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন। ফলে দুইদিনের আপিল শুনানি শেষে প্রার্থিতা ফেরত পেলেন ১০৭ জন। 

গতকাল প্রার্থিতা ফিরে পেয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, এটি টেকনিক্যাল ভুল ছিল। আল্লাহর অশেষ রহমতে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। আমি আনন্দিত। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো কিছুটা উদ্বেগ, উৎকণ্ঠা আছে। 

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া বলেন,  আমার মনে হয় এটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। আমার এলাকার লোকজনই আমাকে মোটামুটি জোর করে বলেছে যে আপনাকে নির্বাচন করতে হবে। কারণ তারা জানে আমি মাঝি, যদিও আমি নৌকা পাইনি। তারা আমাকে নৌকার মাঝি হিসেবেই দেখতে চায়। আমি যাতে বিপুল ভোটে জিতে নৌকার মাঝি হই। এটা তারা আমাকে খুব করে চায়।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status