বিনোদন
এবারো সাবিলা
স্টাফ রিপোর্টার
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
গত বছর কোরবানির ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পেয়েছিল শিহাব শাহীনের ‘রঙিলা ফানুস’। সাবিলা নূর অভিনীত সেই নাটকটি ইউটিউবে কোটি ভিউ হয়েছে অনেক আগেই। নতুন খবর হলো, এবারের কোরবানিতে একই নির্মাতা হাজির হচ্ছেন ‘রঙিলা ফানুস ২’ নিয়ে। এবারো প্রধান চরিত্রে অভিনয় করছেন আগের নায়িকা সাবিলা নূর। সঙ্গে আছেন তৌসিফ মাহবুব। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।