অনলাইন
এক রাতেই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
এক রাতের মধ্যেই হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা। বাজারে আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা দরে। এছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকা। যদিও শুক্রবার সকালেও প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১২০-১৩০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১২০ টাকায়।
শনিবার রাজধানীর কাওরান বাজারসহ পাড়া মহল্লার দোকানগুলোতেও এই চিত্র দেখা গেছে। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা।
শুক্রবার এক আদেশে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত। মূলত দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভারত সরকার আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার এই পদক্ষেপ নেয়।
Wait solution coming
পেয়াজ নিয়ে ফাজলামি আর কতদিন চলবে!!!
কাদের সাহেব,হাছান মাহমুদ সাহেব বলুনতো--- নিশ্চয় এটা বিএনপি-জামায়াতের গভীর ষড়যন্ত্র।
বি এন পি জামায়াতের ষড়যন্ত্র!
Joy Bangla !!
সোনার বাংলা উন্নয়নের ছোঁয়া গনতন্তের মানস কনা আর কত করবে হায়রে দেশ
আওয়ামী লীগ সরকারকে ব্যবসা বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন। শনিবার (১৩ ডিসেম্বর ১৪) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Where is vokta odhikar ? We want to see their new eye washing drama. Waiting for them.
ভারত সব সময়ে আমাদের পাশে ১২০ টাকার পেঁয়াজ কেন ২৫০?
Khela,এই পেঁয়াজ এর বড় গুণ, দাম বাড়ছে পার ওবার এ সেনচুরী? তলে, তলেতলে বন্ধু দেশের খেলা??
Character less business men in Bangladesh. People can't expect anything better than that.