বিনোদন
ঈদের একাধিক গানে অংকন
স্টাফ রিপোর্টার
২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
ঈদে বেশকিছু নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চলতি প্রজন্মের ফোক সংগীতশিল্পী অংকন ইয়াসমীন। পাশাপাশি একাধিক ঈদ অনুষ্ঠানেও এবার দেখা মিলবে এ গায়িকার। এরমধ্যে বিটিভি, বৈশাখী টেলিভিশনের ঈদের অনুষ্ঠানে থাকছেন তিনি। পাশাপাশি গতকালই তিনি বাংলাভিশনের সরাসরি লাইভে অংশ নিয়েছেন। ঈদের নতুন গানের মধ্যে আহমেদ রিজভীর কথা-সুরে ‘সোনা বন্ধু’ শিরোনামের গানে গুণী সংগীতশিল্পী আশরাফ উদাসের সঙ্গে একটি গান গেয়েছেন অংকন। এর সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। অন্যদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ‘দেখে যাও আমারে’ শীরোনামের একটি গান প্রকাশ হয়েছে অংকনের। নবীন সিদ্দিক এর কথায় এর সুর করেছেন নিশ্চিত সূর্য। আর সংগীতায়োজন করেছেন অভিজিত জিতু। এর বাইরে রঙ্গন মিউজিকের ব্যানারে ঈদের জন্য একটি গান করেছেন অংকন। জামাল হোসেনের কথায় এর সুর করেছেন প্রিন্স রুবেল। আর সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। ভিডিওসহ প্রকাশের কথা রয়েছে গানটি। এদিকে ঈদে অংকনের অন্যতম কাজ আসছে ‘আমদের গান’র অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আমি এখানে লোকগানের একজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে দ্বৈত গান করেছি। তবে আপাতত তার নাম বলতে চাইছি না। এর বাইরে ইমন খানের সঙ্গে একটি গান করেছিলেন অংকন মাস খানেক আগে। ‘পদ্মাবতী’ শিরোনামের গানটি ৩০ লাখ ভিউ পার করেছে ইউটিউবে। এ শিল্পী ঈদের কাজ নিয়ে বলেন, ঈদের যে নতুন গানগুলো করেছি সেগুলো শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস। আর বেশকিছু ঈদ অনুষ্ঠানেও দর্শক আমাকে দেখতে পারবেন। এছাড়া ঈদের পঞ্চম দিন আরটিভিতে সরাসরি গান শোনাবো।