দেশ বিদেশ
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেলো আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২২, বুধবারপদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র আওয়ামী লীগের কাছে পৌঁছে দেয়া হয়েছে। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের পক্ষ থেকে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উপ-সচিব দুলাল চন্দ্র সূত্রধর আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন। এ সময় সেতু বিভাগের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজসহ অন্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রতিনিধিদলের কাছ থেকে আমন্ত্রণপত্রগুলো গ্রহণ করেন। আমন্ত্রণপত্রে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামে আমন্ত্রণপত্র ইস্যু করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মাওয়া প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।