ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘কঠিন শিক্ষা পেয়েছি’, বাংলাদেশের কাছে হেরে সিঙ্গাপুর কোচ

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:১৯ পূর্বাহ্ন

mzamin

প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তনের প্রত্যাশা ছিল সিঙ্গাপুর নারী ফুটবল দলের। কিন্তু জয় তো দূরের কথা, বাংলাদেশের মেয়েদের মোকাবিলায় লড়াইও করতে পারেনি তারা। সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঋতুপর্ণা-তহুরাদের কাছে ৮-০ ব্যবধানে পরাস্ত হয় সফরকারীরা। ম্যাচ শেষে সিঙ্গাপুর কোচ করিম বেনসেরিফা বললেন, কঠিন শিক্ষা হয়েছে তাদের।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ নারী ফুটবল দল। জালান বেসার স্টেডিয়ামে সেই প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারে বাংলাদেশ। শুধু সিঙ্গাপুর নয়, অন্যান্য দলগুলোর বিপক্ষেও মেয়েদের অতীত পারফরম্যান্স ছিল হতাশার। তবে সেই বাংলাদেশই গত কয়েক বছরে শক্তিশালী রূপ ধারণ করেছে। লাল-সবুজ কন্যাদের অভাবনীয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর কোচ করিম বেনসেরিফা বলেন, ‘বিষয়টা এমন নয় যে, অল্প দিনের ফল পাচ্ছে বাংলাদেশ। অনেক সহকর্মীর কঠোর পরিশ্রমের ফল এটা, যেটা প্রশংসার দাবিদার। বাংলাদেশকে অভিনন্দন জানাই; অবশ্যই এর আগে যে কোচরা এই মেয়েদের নিয়ে কাজ করেছেন, অনুশীলন করিয়েছেন, প্রস্তুত করেছেন, তাদেরকেও স্যালুট। তো আপনারা যখন ৮-০ ব্যবধানের হারের প্রসঙ্গ তুলবেন, আমি বলবÑ এমনটা হয়ই।’

গত এশিয়ান গেমসের দলে থাকা কয়েকজনকে ছাড়াই কিছুটা খর্বশক্তির দল নিয়ে বাংলাদেশে দুটি প্রীতি ম্যাচ খেলতে আসে সিঙ্গাপুর। কোচ বেনসেরিফা বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল নতুনদের একটু সুযোগ দেয়া, এমনকি আজকের ৮-০ স্কোরলাইনের পর... আমরা কঠিন একটা শিক্ষা পেলাম। আমি মনে করি, আপনি যদি বাংলাদেশের পুরনো ইতিহাস ঘাটেন, দেখবেন, তারাও এই কঠিন শিক্ষা পেয়েছে। তা থেকে শিখেছে এবং ফল পেতে শুরু করেছে।’

পূর্ণশক্তির দল না পাওয়াকে অবশ্য অজুহাত দিচ্ছেন না সিঙ্গাপুর কোচ বেনসেরিফা। বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে সিঙ্গাপুর কোচ বলেন, ‘এশিয়ান গেমসের আগে আমরা এর চেয়ে ভালো অবস্থায় ছিলাম। কয়েকজন খেলোয়াড় এই সফরে আসতে পারেনি। কিন্তু বাংলাদেশ এর আগে মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়েছে, যারা ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৯তম। হংকংকে হারিয়েছে ৫-০ ব্যবধানে, তারা র‌্যাঙ্কিংয়ে ৭৭তম।’ 

করিম বেনসেরিফা বলেন, ‘আমি স্কোরলাইন দেখে বিস্মিত নই, বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাই। তারা খুবই গোছালো, নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো। তাদের বিপক্ষে আমরা কোনো লড়াই-ই করতে পারিনি।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status