রাজনীতি
১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না: ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সে সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব, এরকম কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামে শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।
পাঠকের মতামত
অনুগত ছাত্র।
কেন? আপনারা তো গত ১৫ বছর কোনো মানবাধিকার দিবস পালন করলেন না? কেউ যদি মানবাধিকার দিবস পালন করতো আওয়ামীলীগ বলতো কিসের মানবাধিকার? স্বাধীনতা বিরোধীদের মানবাধিকার?
দশই ডিসেম্বর কোনো সময়ই আওয়ামী লীগের সমাবেশ করার ইচ্ছে ছিলোনা কিন্তু যখনই বিএনপির ভেতরে দশই ডিসেম্বর সমাবেশ করার আলোচনা চলছিল তখনই আগে ভাগে তারা কর্মসুচি দিয়ে ছিলো কিন্তু বিএনপি যখন সমাবেশ করছেনা তখনই তাদের সমাবেশ বাতিল করলো। বিএনপি আওয়ামী লীগকে ভালোই নাচাইতেছে।
ক্যান মানববন্ধনের ভঁয়ে !?