রাজনীতি
শাহজাহান ওমরের নির্বাচনী সভায় অংশ নেয়ায় বিএনপির দুই নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার
(১০ মাস আগে) ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১২ অপরাহ্ন
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের দায়ে ঝালকাঠি বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন-কাঁঠালিয়া উপজেলার বিএনপি কর্মী আব্দুল জলির মিয়াজী ও জাকির হোসেন কবির।
সোমবার সন্ধ্যায় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি কর্মী আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আব্দুল জলিল মিয়াজীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়।
কাউকে ছাড় দেওয়া যাবে না দলের স্বার্থে। ধন্যবাদ
কাউকে ছাড় দেওয়া যাবে না দলের স্বার্থে। ধন্যবাদ