রাজনীতি
এবার একটি ডামি নির্বাচন উপহার দিচ্ছে সরকার: সাকি
স্টাফ রিপোর্টার
(১০ মাস আগে) ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেয়ার নামে এবার একটি ডামি নির্বাচন উপহার দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এরআগে পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর পানির ট্যাংকি ও জাতীয় প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ।
মিছিল শেষে সমাবেশে জোনায়েদ সাকি বলেন, আগে থেকেই এবার কথা হচ্ছিল, নতুন চমক আসবে। এই সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেয়ার নামে এবার একটি ডামি নির্বাচন উপহার দিচ্ছে। শেখ হাসিনা মনোনয়নপত্র জমা দেয়ার আগেই বললেন, ডামি প্রার্থী দাও। ডামি দিয়েই তিনি নির্বাচন করবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগের শরিকদের খুবই মন খারাপ। কারণ শরিকদের প্রায় সব আসনে নৌকা প্রার্থী দিয়েছে। আজ নতুন করে প্রধানমন্ত্রী ভাগ-বাঁটোয়ারা করবেন। কোন কোন আসন কোন কোন দলের প্রার্থীর নামে বরাদ্দ দিবেন। আজ অনেকখানি তারা ঠিক করে ফেলবেন। এই হচ্ছে নির্বাচনের তামাশা।
মিছিলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন
এইবার ডামাডোলের ডামি নির্বাচন, ভবিষ্যতে নির্বাচন ছাড়াই চলবে নির্বাচনী টেস্ট /গাড়ি??
"এবার একটি ডামি নির্বাচন উপহার দিচ্ছে সরকার: সাকি" হুরের, বাবারে কিয়ারে। হাহাহা হাহা।