দেশ বিদেশ
যুক্তরাজ্যে জাবির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির শেষ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
(৩ বছর আগে) ২১ জুন ২০২২, মঙ্গলবার, ৮:৪৯ অপরাহ্ন

যুক্তরাজ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০বছর পূর্তিতে সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতিমুলক শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উদযাপন কমিটির আহবায়ক জহির মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব পারভেজ মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন, কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. শহিদুল ইসলাম, রানা ইসলাম, অধ্যাপক আশরাফুন্নেছা রোজী। সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ওয়াকারুল আমিন রনি, আনিসুর রহমান, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, আলীম আল রাজী, অর্থ উপকমিটির আহবায়ক হাবীবে আলম চৌধুরী, সদস্য সচিব সৈয়দ ইফতেখার ইফতি, সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক মাহাবুবা নাজরীনা জেবিন, প্রকাশনা উপ কমিটির সদস্য সচিব মো. বুলবুল আহমেদ প্রমুখ। সভায় জাবিয়ানরা আগামী ২৫শে জুন অনুষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।