রাজনীতি
সমাবেশের অনুমতি চেয়ে ইসিকে চিঠি আওয়ামী লীগের
অনলাইন ডেস্ক
(১০ মাস আগে) ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার, ২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫০ অপরাহ্ন
আগামী ১০ই ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। রোববার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ দিন সমাবেশটি করতে চায় ক্ষমতাসীনরা। সমাবেশের জন্য নির্বাচন কমিশন সভা থেকে অনুমতি নেয়া লাগবে। সেজন্য কমিশন সভায় এটা উপস্থাপনের জন্য সোমবার কার্যতালিকায় রাখা হয়েছে। আওয়ামী লীগের প্রস্তাব মঙ্গলবার নির্বাচন কমিশন সভা থেকে চূড়ান্ত অনুমোদন হতে পারে।
এদিকে বিএনপি যদি সমাবেশ করতে চায় তবে ইসি থেকে দলটির অনুমতি নেয়ার কোনো প্রয়োজন হবে না। কারণ দলটি নির্বাচনে অংশগ্রহণ করছে না বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় নেই। ফলে এটা ইসির অনুমতি নেয়ার বিষয়েও পড়ে না বলে জানায় ইসি।