ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

রোনালদো ভক্ত হওয়ায় গারনাচোকে ‘আনফলো’ করেছেন মেসি

স্পোর্টস ডেস্ক

(৫ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ৩:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৬ অপরাহ্ন

mzamin

আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়ে গেছে আলেহান্দ্রো গারনাচোর। পেয়েছেন লিভিং লেজেন্ড লিওনেল মেসির সান্নিধ্যও। আর্জেন্টাইন সুপারস্টারের সতীর্থ হলেও গারনাচোর পছন্দ রোনালদোকে। বিষয়টি নাকি পছন্দ নয় মেসির। যে কারণে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে গারনাচোকে ‘আনফলো’ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এমনই দাবি ইংল্যান্ডের সাবেক ফুটবলার রিও ফার্দিনান্দের।

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজের আদর্শ মানেন আলেহান্দ্রো গারনাচো। খবরটি নতুন নয়। তবে প্রসঙ্গটি ফের লাইমলাইটে আর্জেন্টাইন তরুণের চোখ ধাঁধানো এক বাইসাইকেল গোলের কারণে। গত রোববার এভারটনের বিপক্ষে করা ম্যানইউ উইঙ্গারের গোলটির সঙ্গে রোনালদোর মিল খুঁজছেন অনেকে। শুধু ফুটবলপ্রেমীরা নয়, গারনাচো নিজেও ক্রিস্টিয়ানোর বাইসাইকেল গোলের ছবির সঙ্গে নিজের ফটো কোল্যাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

বিজ্ঞাপন
এমনকি গোলটির পর রনের আইকনিক ‘সুউউ’ সেলিব্রেশনও করেন তিনি। নিজে আর্জেন্টাইন হয়েও পর্তুগিজ সুপারস্টার রোনালদোকে আদর্শ মানায় গারনাচোর প্রশংসা করেন ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট ফার্দিনান্দ। নিজের পডকাস্ট অনুষ্ঠান ‘ভাইব উইদ ফাইভ’-তে তিনি বলেন, ‘আপনি জানেন তার (গারনাচো) কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগে আমার? সে কাউকে তোয়াক্কা করে না।’

ফার্দিনান্দ বলেন, ‘‘গারনাচো আমাকে বলেছে যে, ‘আমি খোলামেলাভাবে রোনালদোকে পছন্দ করি বলেই মেসি আমাকে আনফলো করেছে।’ গারনাচো বিষয়টি আমলেই নেয়নি। সে বলেছে ‘আমি একজন রোনালদো ভক্ত।’ তার চোখে গোট (গ্রেটেস্ট অব অল টাইম) কে? রোনালদো। যদিও সে (গারনাচো) একজন আর্জেন্টাইন ফুটবলার।’’

বৃটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে ক্রিস্টিয়ানো রোনালদোকে গ্রেটেস্ট অব অল টাইম বা গোট লিখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন গারনাচো। এরপরই মেসির আনফলো করে দেয়ার গুঞ্জনটি ছড়ায়। যদিও এখনো মেসিকে ইনস্টাগ্রামে ফলো করেন গারনাচো।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status