বিবিধ
ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে ঢাকা কমার্স কলজ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৩, সোমবার, ৯:১৩ অপরাহ্ন
প্রতি বছরের মতো এবারও ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে দেশসেরা ঢাকা কমার্স কলেজ। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় কলেজটির ৩২২৩ জন অংশগ্রহণকারীর মধ্যে ৩২০০ জন কৃতকার্য হয়েছেন। পাসের হার ৯৯.২৯%। ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান উভয় শাখা থেকে সর্বমোট ৩৫২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৬২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয়েছেন ১৬১৭ জন। এরমধ্যে জিপিএ-৫ অর্জন করেন ১২৮ জন। পাসের হার ৯৯.৩২%। বিজ্ঞান শাখা থেকে ১৫৯৫ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয়েছেন ১৫৮৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ২২৪ জন। পাসের হার ৯৯.২৫%।
ভাল ফলাফল অর্জনের প্রতিক্রিয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, কলেজ সংশ্লিষ্ট সবার পরিশ্রমের ফল আমাদের ধারাবাহিক এই সাফল্য। শিক্ষার্থীদের দেশসেরা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বদা চেষ্টা করি।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ঢাকা কমার্স কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮-এ ঢাকা কমার্স কলেজ দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি অর্জন করে। বিজ্ঞপ্তি।