ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিবিধ

৩২তম ওয়ার্ল্ড চিলড্রেন্স পিকচার কনটেস্ট

মোস্তাফিজ একাডেমি অব ফাইন আর্টসের ৮ পুরস্কার অর্জন

(২ দিন আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৯:৫৪ অপরাহ্ন

mzamin

সম্প্রতি অনুষ্ঠিত ৩২তম ওয়ার্ল্ড পিকচার কনটেস্ট-এ মোস্তাফিজ একাডেমি অব ফাইন আর্টস এর শিক্ষার্থীরা সম্মানজনক ৮টি পুরস্কার অর্জন করেছে। জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান ওঊ-ঘঙ-ঐওকঅজও অংংড়পরধঃরড়হ আয়োজিত আন্তর্জাতিক এই প্রতিযোগীতায় এ বছর ৬৮টি দেশ ও অঞ্চল থেকে মোট ১১,৪৭৯টি চিত্রকর্ম জমা পড়ে। এর মধ্যে মাত্র ২০০টি চিত্রকর্মকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে মোস্তাফিজ একাডেমির ৮ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়েছেন। যাদের ২ জন গোল্ড, ৪ জন সিলভার এবং ২ জন ব্রোঞ্জ পদক পেয়েছেন। 

পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা উপহার প্রদান করে অধ্যাপক মোস্তাফিজুল হক বলেন, এই সাফল্য কেবল আমাদের শিক্ষার্থীদের নয়, এটি সমগ্র দেশের অর্জন। আমাদের শিশু-কিশোররা আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছে এটাই বড় প্রাপ্তি।

বিশ্বব্যাপী ৬ থেকে ১৫ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতাটি ১৯৯৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এর লক্ষ্য হচ্ছে শিল্পের মাধ্যমে শিশুদের মধ্যে আন্তঃসাংস্কৃতিক বন্ধন, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝা পড়া সৃষ্টি করা। বিজ্ঞপ্তি। 
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status