বিশ্বজমিন
জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন না বাইডেন
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২৩, সোমবার, ৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৩ অপরাহ্ন
দুবাইতে অনুষ্ঠিত হতে চলা জলবায়ু সম্মেলনে যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। জাতিসংঘের পরবর্তী জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হবে দুবাইতে। এটি কপ-২৮ সম্মেলন নামে পরিচিত। জলবায়ুকে বাইডেন সবসময়ই অগ্রাধিকার দিয়ে আসছেন। তারপরেও গুরুত্বপূর্ণ এই সম্মেলনে তিনি থাকছেন না বলেই জানিয়েছেন ওই কর্মকর্তা।
প্রায় দুই সপ্তাহ ধরে চলবে ওই সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট কেনো ওই শীর্ষ সম্মেলনে উপস্থিত হবেন না তার কোনো কারণ জানাননি ওই কর্মকর্তা। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র কার্স্টেন অ্যালেন জানিয়েছেন, কমালা হ্যারিসেরও কপ-২৮ সম্মেলনে যোগ দেয়ার কোনো পরিকল্পনা নেই। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন জন কেরি। তিনি বাইডেনের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত। এ বছরের সম্মেলনটি ৩০শে নভেম্বর থেকে চালু হয়ে ১২ই ডিসেম্বর পর্যন্ত চলবে।