দেশ বিদেশ
ঝিনাইদহে যুবদলের দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ
অনলাইন ডেস্ক
২১ জুন ২০২২, মঙ্গলবার
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে ঝিনাইদহ উপজেলা ও পৌর যুবদল। শনিবার শহরের গীতাঞ্জলি সড়কের বিএনপি কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা কমান্ডার মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক। এছাড়া আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. নুরুদ্দিন আহমেদ পিকু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, জেলা যুবদলের কার্যকরী সদস্য সাইফ মাহমুদ মামূন, হরিণাকুণ্ড পৌর যুবদলের আহবায়ক মো. হারুন-অর-রশিদ, ঝিনাইদহ সদর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী তরিকুল ইসলাম উক্তি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন সবুজ, সদর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন, যুবদলের অন্যতম নেতা মো. মেহেদী হাসানসহ জেলা, থানা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন, ঝিনাইদহ জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদী লিপিয়ার।