দেশ বিদেশ
লক্ষ্মীপুরে নিজ দোকান থেকে আওয়ামী লীগ নেতাকে উচ্ছেদ
লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ জুন ২০২২, মঙ্গলবারলক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে নিজ মালিকানাধীন দোকান থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। গেল উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি একেএম সালাহ টিপু এ ঘটনা ঘটিয়েছেন। গত রোববার দুপুরে জেলা শহরের একটি চাইনিজ রেস্তরাঁয় ভুক্তভোগী পরিবারের আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান ফারুক এ অভিযোগ করেন। অভিযোগকারী মানিক লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযুক্ত টিপু সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি।
লিখিত বক্তব্যে মানিক বলেন, ১৯৯৯ সালে আমার বাবা মোস্তফা হায়দার লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল সড়কে আধা শতাংশ জমি ক্রয় করেন। জমির জমাখারিজ, পৌরসভার হোল্ডিং ও আরএস খতিয়ানে মোস্তফা হায়দারের নামেই রেকর্ড রয়েছে। ওই জমিতে করা দোকানটি ৪৭ বছর ধরে তাদের দখলে ছিল। কিন্তু ওই দোকানটি জোরপূর্বক দখলে নিতে পার্শ¦বর্তী জমির মালিক শাহানারা বেগম চেষ্টা চালায়। এনিয়ে মানিক বণিক সমিতিতে লিখিত অভিযোগ দেয়। রাজনৈতিক ক্ষোভ থাকায় বণিক সমিতির সভাপতি সালাহউদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অন্যায়ভাবে মানিকদের দোকানের চাবি শাহানারাকে দিয়ে দেয়।