রকমারি
৮ কিলোমিটার ছুটে এসে কৃতজ্ঞতা জানালো কুকুর
মানবজমিন ডিজিটাল
(১০ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৩, রবিবার, ২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৭ অপরাহ্ন
বছর একুশের তিপেশ দক্ষিণের রাজ্য কর্ণাটকের শিবমোগা জেলার। গত ১৬ নভেম্বর এলাকার রাস্তায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের। বাইকের সমানে এসে পড়ে রাস্তার একটি কুকুর। তাকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়েন ওই যুবক । মাথায় চোট পান তিপেশ। মৃত্যু হয় তার। এর পরের ঘটনা গল্পের থেকে কোনো অংশে কম নয়। টাইমস অফ ইন্ডিয়াকে তিপেশের মা যশোধাম্মা বলেন, “ছেলের দাহকাজের পরে একটি কুকুর আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু পাড়ার কুকুরেরা তা হতে দেয়নি। কদিন বাদে সুযোগ পেয়ে কুকুরটা বাড়িতে ঢুকে আমার হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে। আমাদের সবার মনে হয়েছে, ও তিপেশের মৃত্যতে শোকপ্রকাশ করছিল। এর পর থেকে কুকুরটি আমাদের বাড়িতেই থাকছে।”
কুকুরটি প্রায় ৮ কিলোমিটার হেঁটে তিপেশের বাড়ি পৌঁছায়। তিপেশের এক আত্মীয় জানাচ্ছেন , "দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৮কিমি দূরে তিপেশের মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার সময় গাড়িটিকে কুকুরটি অনুসরণ করতে থাকে। বাড়ির কাছে শেষকৃত্যের সময়ও কুকুরটি আশেপাশেই ছিল। তিন দিন পরে, কুকুরটি বাড়িতে প্রবেশ করে। এবং তার মায়ের কাছে যায় ।"
তিপেশের বোন চন্দনা সংবাদমাধ্যমকে বলেছেন যে তাদের "কুকুরটির ওপর কোনো রাগ নেই। এটি একটি দুর্ঘটনা ছিলো এবং আমরা দুর্ভাগ্যবশত আমাদের ভাইকে হারিয়েছি।"
কুকুরটির কৃতজ্ঞতাবোধ দেখে অভিভূত সকলে। মানুষ যেখানে ক্রমেই কৃতজ্ঞতাবোধ হারাচ্ছে সেখানে একটি কুকুর প্রমাণ করে দিলো ক্ষুদ্র বলিয়া তুচ্ছ নয়।
সূত্র : এনডিটিভি